‘আজা নাচলে’ গানে অসাধারণ অঙ্গভঙ্গিতে দুর্দান্ত নাচ এই সুন্দরী যুবতীর, প্রশংসায় পঞ্চমুখ নেটজনতা

সম্প্রতি এবার সোশ্যাল মিডিয়ায় নিজের অসাধারণ নাচ প্রদর্শন করে ভাইরাল হলেন নূর আফসান নামক এক নৃত্যশিল্পী। আমরা সকলেই জানি যে বর্তমান সময়ে নিজের প্রতিভাকে সকলের সামনে তুলে ধরা কোনো কঠিন বিষয় নয়। কারণ, খুব কম খরচে এবং খুব কম সময়ের মধ্যে নিজের প্রতিভাকে পৌঁছে দেওয়া যায় বিশ্ব দরবারে।
ইতিমধ্যেই এই প্ল্যাটফর্ম ব্যবহার করে উঠে এসেছেন বহু শিল্পীরা। রাতারাতি জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে গিয়েছেন তারা। আমাদের সামনে এমন অনেক উদাহরণ রয়েছে যারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নিজের পরিচিতি করে তুলেছেন। এই শিল্পীও তাদের মধ্যেই একজন। সম্প্রতি তার যেই ভিডিওটি ভাইরাল হয়েছে সেটি এখনকার নয় বরং দু’বছর আগের।
নিজস্ব ইউটিউব চ্যানেল থেকে এই নাচটি প্রকাশ্যে এনেছিলেন তিনি। যেখানে দেখা গিয়েছে জনপ্রিয় হিন্দি গান ‘আজা নাচলে’র সাথে অসাধারণ ভঙ্গিমায় নাচ প্রদর্শন করেছেন নূর। ভিডিওটিতে বাস্তবে নেচেছিলেন বলিউডের অভিনেত্রী মাধুরী দীক্ষিত। তবে এই শিল্পীও কোনো অংশে কম যান না, তাইতো অনেকেই তাকে মাধুরীর সাথেও তুলনা করেছেন।
নাচের সময় সাদা ও গোলাপী রঙের একটি ঘাগড়াচোলি পরেছিলেন এই শিল্পী। ইতিমধ্যেই এই ভিডিও তুমুল ভাইরাল নেট দুনিয়ায়। উল্লেখযোগ্য, শুধু এই নাচই নয় এখনো পর্যন্ত মোট ১৪৮ টি নাচের ভিডিও নিজের ইউটিউব চ্যানেলে পোস্ট করেছেন নূর। আর তার প্রত্যেকটি নাচ দেখার পর এটাই স্পষ্ট যে নাচে যথেষ্ট প্রশিক্ষণ রয়েছে তার।