“ম্যায় নিকলা গাদ্দি লেকার…” সুপারহিট গানের তালে ফাটাফাটি নাচ দেড় বছরের এক শিশুর, (Video) দেখে মজা নিচ্ছে নেটবাসী

আজকাল নেটপাড়ায় প্রতিনিয়তই ভাইরাল হচ্ছে একের পর এক ভিডিও। বিশেষ করে পশুপাখি এবং শিশুদের ভিডিও জনপ্রিয়তা লাভ করে আলাদা মাত্রায়। সম্প্রতি নেট পাড়ায় একটি ভিডিও রীতিমতো জনপ্রিয় হয়ে উঠেছে। যেখানে একটি দেড় বছরের শিশুকে সুপারহিট বলিউড গানে কোমর দোলাতে দেখা গেছে। ভিডিওটি আপনি দেখলেও বলতে বাধ্য হবেন, ‘লা-জাবাব’।
এমনিতেই সোশ্যাল মিডিয়ার বাচ্চাদের ভিডিও একটা আলাদা উপমা লাভ করে। বাচ্চাদের যে কোন পদক্ষেপ বেশ উপভোগ করেন সবাই। আমরা সবাই জানি, বাচ্চাদের দুষ্টু মনে সময়ের সাথে সাথে নানা রকম ঘটনার উদ্রেক ঘটে। আর তার পরিপ্রেক্ষিতে নানা রকম কার্যক্রমে অংশগ্রহণ করে থাকে তারা। যা যে কোন ব্যক্তিকেই খুশি করতে পারে।
তবে বাচ্চাদের সেই কর্মকান্ড যদি বলিউড অভিনেতাকে চ্যালেঞ্জ জানায়, তবে নিঃসন্দেহে সেটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। আজ্ঞে হ্যাঁ, সম্প্রতি কয়েক সেকেন্ডের যে ভিডিওটি ইনস্টাগ্রামে ভাইরাল হয়েছে, সেই ভিডিওতে দেড় বছরের একটি বাচ্চাকে বলিউড অভিনেতাকে নাচে টক্কর দিতে দেখা গেছে। বলিউডের পাজি তথা সানি দেওয়ালকে নাচে টক্কর দিতে দেখা গেছে ওই ছোট্ট শিশুকে। ভিডিও দেখে অনেকেই বলছেন, সানি দেওয়ালের চেয়ে ভালো পারফরম্যান্স করছে ছোট্ট শিশুটি।
ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যাচ্ছে, বছর ডেরেকের একটি বাচ্চা বলিউডের জনপ্রিয় গান তথা সানি দেওলের “ম্যায় নিকলা গাদ্দি লেকার” গানে দারুন অঙ্গ-ভঙ্গির সাথে নাচছে। যা দেখে চোখ সরাতে পারবেন না আপনি। শুধু তাই নয়, দুদিন আগে শেয়ার করা ভিডিওটি ৯ লাখের বেশি মানুষ পছন্দ করেছেন। পাশাপাশি ভিডিওটির প্রশংসা করেছেন কয়েক হাজার মানুষ।