চুড়িদার পরেই হিন্দি গানে তুমুল নাচ শাহরুখ খানের! সোশ্যাল মিডিয়ায় ট্রোলের ঝড়

টেকনলজি যত উন্নতির পথে এগোচ্ছে ততই মানুষের পারস্পরিক সম্পর্কের ব্যাঘাত ঘটছে। সোশ্যাল মিডিয়ার সুবাদে যেমন ভৌগলিক দূরত্ব মিটে যাচ্ছে তেমনি প্রযুক্তির অপব্যবহার ঘটছে। সাধারন মানুষ থেকে সেলেব্রিটি কারো পিছু ছাড়ছে না ট্রোলার এর দল। আড়ালে বসে মজার নামে অপমান করা চলছে, কারন থাক বা না থাক ট্রোলড হতে হচ্ছে সবাইকে।
অভিনেতা হিসেবে শাহরুখ খান কতটা জনপ্রিয় তা আমরা প্রত্যেকেই জানি। তার নিজের দক্ষতার জেরেই তিনি কিং খান, বলিউডের বাদশা তিনি। তার অভিনয় দক্ষতা আর ব্যক্তিত্বের জেরে পুরো দুনিয়া তাকে চেনে।
শুধুই অভিনয় নয় তিনি মানুষ হিসেবেও কতটা ভালো তার প্রমানও পাওয়া গেছে বারবার। করোনা মোকাবিলার সময় চিকিৎসক ও চিকিৎসা কর্মীদের পাশে দাঁড়াতে দেখা গেছে। তাদের জন্য পিপিইসহ বিভিন্ন প্রয়োজনীয় সরঞ্জামের ব্যবস্থা করেছিলেন কিং খান। করোনা কালে অনুদান দিয়েও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন। এমন এক মানুষও রক্ষা পেলেন না ট্রোলের হাত থেকে।
এতো সফলতা পরিচিতি সত্বেও বারবার ট্রোলিং হতে হয় তাকে। এখনকার দিনে যেন ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে এই ট্রোল। সম্প্রতি শাহরুখ খানকে(Shah Rukh khan) করা হলো ট্রোলড। সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় যেখানে শাহরুখ খানকে কখনো নাচের দৃশ্যে কখনো বা হেটে আসার দৃশ্যে দেখা যাচ্ছে। আর এই সবেতেই মেয়ের মুখের জায়গায় শাহরুখ খানের ছবি বসিয়ে দেওয়া হয়েছে। face app ব্যাবহার করে photo editing এর মাধ্যমে এই কাজ করা হয়েছে। আর এমন ভিডিও দেখে ক্ষুদ্ধ হয়েছেন শাহরুখ ফ্যানেরা।