বিনোদন

কালো শিফন শাড়িতে উঁকি দিচ্ছে নাভি, বোল্ড লুকে ফের সোশ্যাল মিডিয়ায় ঝড় তুললেন অভিনেত্রী মধুমিতা

ইদানিং সোশ্যাল মিডিয়ার সেন্সেশন হয়ে উঠেছেন টলি ডিভা মধুমিতা সরকার(Madhumita Sarkar)। যতদিন এগোচ্ছে ততোই একের পর এক বোল্ড অবতারে ঝড় তুলছেন অভিনেত্রী মধুমিতা। ছোটপর্দার ত্যাগ দিয়ে বড়পর্দায় প্রবেশ করতেই চমকপ্রদ পরিবর্তন ঘটেছে মধুমিতার। আর এবার কালো শিফন শাড়ি পরে নেট পাড়ায় আগুন ধরাতে হাজির চিনি ওরফে মধুমিতা।

ছোট পর্দায় প্রথমে পাখি ও পরে ইমনের ভূমিকায় অভিনয় করে দর্শকের মন জয় করেছিলেন মধুমিতা(Madhumita Sarkar)। সেই ইমেজ ভেঙে লাভ আজ কাল পরশু সিনেমায় সকলকে চমকে দিয়েছিলেন তিনি। আর সেই ধারা বজায় রেখেই কিছুদিন আগেই চিনি রূপে বড় পর্দায় হাজির হয়েছিলেন মধুমিতা। ২৫ ডিসেম্বরই মুক্তি পায় পরিচালক মৈনাক ভৌমিকের নতুন ছবি ‘ চিনি ‘। মূলত ছবির কাস্টিংয়ে ছিল চমক। অপরাজিতা আঢ্য ও মধুমিতা সরকারকে মা মেয়ের চরিত্রে অভিনয় করতে দেখা যায়।

বিধবা মা সরোজিনী বন্দ্যোপাধ্যায়ের চরিত্রে অভিনয় করেছেন অপরাজিতা আঢ্য। অন্যদিকে, মেয়ে অদিতি বন্দ্যোপাধ্যায়ের ভূমিকায় দেখা গিয়েছে মধুমিতা সরকারকে। গল্পে যার ডাক নাম চিনি। নবীন প্রজন্মের সঙ্গে মা-বাবাদের প্রজন্মের মতপার্থক্য, দুষ্টু-মিষ্টি অভিমান-ঝগড়া, ভালবাসা, দায়িত্ববোধ,এসব যাবতীয় উপকরণই গল্পের রসদ। ছবিতে চিনি মানে মধুমিতার প্রেমিকের চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা সৌরভ দাস। কিন্তু ছবির চিত্রনাট্য গতানুগতিক হওয়ার জেরে ছবিটি বাণিজ্যিক সফলতা পাওয়ার ক্ষেত্রে পিছিয়ে থাকছে। তবে এরই মাঝে নতুন রূপে সোশ্যাল মিডিয়ায় হাজির অভিনেত্রী।

বর্তমানে সোশ্যাল মিডিয়া কাঁপছে মধুমিতার কালো শিফন শাড়িতে। শিফন শাড়ি সাথে কালো স্লিভলেশ ব্লাউজ। শাড়ির ফাঁকে উঁকি দিচ্ছে উন্মুক্ত নাভি,হাতে চুড়ি নিউড মেক আপেই মঞ্চ মাতালেন মধুমিতা। ছবি পোস্ট করে ক্যপশানে অভিনেত্রী লেখেন ‘আজ সিনেমাহলে একটু চিনি হয়ে যাক’। ছবি পোস্ট হতেই মুহূর্তে ভাইরাল উষ্ণ মধুমিতার(Madhumita Sarkar) উষ্ণ ছবি।

বছরের শুরু হোক বা শেষ টলিপাড়ার অভিনেত্রীদের গ্ল্যামার সবসময় উর্ধ্বমুখী। ইতিমধ্যেই ২০২০-কে বিদায় জানিয়ে ২০২১- কে বরন করে নিয়েছেন শহরবাসী। তবে, পুরোনো বছরের শুরুতে যতটা না গ্ল্যামার ছিল নতুন বছরের শুরুতে টলিপাড়ার চিনির গ্ল্যামার আরও যেনও কয়েক শেড বেড়ে গেছে। নতুন বছরের শুরু থেকেই নেটবাসিদের ঘুম কাড়তে ‘ চিনি ‘ – র মতো মিষ্টি সেজে হাজির অভিনেত্রী।

Related Articles