স্বল্প পোশাকে উঁকিদিচ্ছে নাভি, বোল্ড লুকে নেটদুনিয়ায় ঝড় তুললেন অভিনেত্রী মধুমিতা

বাংলা টেলিভিশন ধারাবাহিকের ‘পাখি’কে চেনেননা এমন মানুষ নেই বললেই চলে। স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘বোঝেনা সে বোঝেনা’তে দেখা গিয়েছিল তাকে। তবে তার আসল নাম মধুমিতা(Madhumita Sarkar) সরকার। বেশ কয়েকটি ধারাবাহিকে অভিনয় করে দর্শকদের মন জয় করেছেন তিনি। যদিও ধারাবাহিকগুলির সম্প্রচার শেষ হয়ে গিয়েছে, তবে তাকে এখনও ভুলতে পারেননি দর্শকেরা।
অন্যদিকে তিনি শুধুমাত্র ছোটো পর্দায় থেমে থাকেননি, নিজের অভিনয় দক্ষতার দ্বারা জায়গা করে নিয়েছেন বড়ো পর্দাতেও। এরপর থেকেই তিনি মিষ্টি মেয়ে থেকে রীতিমতো বোল্ড হয়ে উঠেছেন। এক কথায় বলতে গেলে তার রূপ ও জৌলুস হার মানাবে যে কোনো টলি অভিনেত্রীকে। উল্লেখযোগ্য, মাঝেমধ্যেই নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করেন নিজের বিভিন্ন সাজগোজ ও ঘুরতে যাওয়ার ছবি।
শুধু তাই নয় নিত্যনতুন ফটোশ্যুটে অনুগামীদের বুকে ঝড় তোলেন তিনি। সম্প্রতি ইনস্টাগ্রাম প্রোফাইলে সেরকমই একটি ছবি পোস্ট করেছেন। যেখানে তাকে দেখা গিয়েছে প্রিন্টেড টপ ও হট প্যান্ট পরিহিত অবস্থায়। যা পোস্ট হতেই ভাইরাল হয়েছে ঝড়ের গতিতে। এছাড়াও কমেন্টে প্রশংসা করেছেন সকলে। প্রসঙ্গত, ১৯৯৪ সালের ২৬শে অক্টোবর কলকাতায় জন্মগ্রহন করেন মধুমিতা(Madhumita Sarkar)।
যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন দর্শনশাস্ত্র নিয়ে। তখন থেকেই তার ঝোঁক ছিল অভিনয় জগতের প্রতি। এরপর ২০১১ সালে রূপসী বাংলায় ধারাবাহিক ‘সবিনয় নিবেদন’এর মাধ্যমে পা রাখেন টেলিভিশন জগতে। আর পেছন ফিরে তাকাতে হয়নি তাকে। হাতে এসেছে একের পর এক কাজ। শুধু তাই নয় বর্তমানে বলিউডে নিজের জায়গা পাকাপোক্ত করেছেন তিনি।