বিচ্ছদের মাঝেই অন্ধকার জীবনে ‘চাঁদ’ খুঁজে পেলেন অভিনেত্রী নুসরত, ভাইরাল নায়িকার ছবি

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী তথা সাংসদ নুসরত জাহান। বিগত বেশ কয়েক বছর ধরে তিনি তার অভিনয় দক্ষতা ও সৌন্দর্য্যের মাধ্যমে জায়গা করে নিয়েছেন দর্শকদের মনে। বর্তমানে তিনি ব্যবসায়ী নিখিল জৈনের স্ত্রী। এতোদিন পর্যন্ত বেশ সুখেই সংসার করছিলেন তারা। তবে হঠাৎ করেই শোনা যাচ্ছে তাদের বৈবাহিক সম্পর্কে চিড় ধরেছে। কারণ, সকলের ধারণা তাদের মধ্যে তৃতীয় ব্যক্তি হিসেবে ঢুকে পড়েছেন অভিনেতা যশ দাশগুপ্ত।
কিছুদিন আগেই যশ দাশগুপ্ত ও নুসরতকে একসঙ্গে দেখা গিয়েছিল দক্ষিণেশ্বর মন্দিরে। যার ফলে সেই সমালোচনা বেড়ে গিয়েছে বহু মাত্রায়। এরই মাঝে সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছেন নুসরত(Nusrat Jahan)। যেখানে তার হাতে দেখা গিয়েছে ‘মুনলাইট’। আর ক্যাপশনে লিখেছেন, ‘যদি তুমি চাঁদ চাও তবে রাতের থেকে লুকিও না।’ পোস্ট করতেই মুহূর্তে ভাইরাল হয়েছে তার সেই ছবি। পাশাপাশি প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন অনুগামীরা।
তবে স্ত্রীর ক্রিয়াকলাপে যেন কোনো ভ্রুক্ষেপই নেই স্বামী নিখিলের। নুসরতকে(Nusrat Jahan) ছাড়াই একা তিনি ছুটি কাটাতে গিয়েছেন হিমাচল প্রদেশে। উল্লেখযোগ্য, কয়েকমাস আগেই শোনা গিয়েছিল ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন নুসরত। তবে তার শ্বশুরবাড়ির তরফ থেকে বলা হয়, এরকম কোনো ঘটনা ঘটেনি। অবশ্য অভিনেত্রী জানিয়েছেন, তিনি ভুল করে এই ঘটনা ঘটিয়েছেন।
তবে ধীরে ধীরে নিখিল ও নুসরতের গভীর সম্পর্ক আলগা হতে থাকে। একসময় দেখা যায়, নুসরতের ইনস্টাগ্রাম প্রোফাইলে নিখিলের ছবির সংখ্যা কমেছে। অন্যদিকে যশ কমেন্টবক্সে খোলাখুলি ফ্লার্টিং শুরু করেছেন নুসরতের সাথে। শুধু তাই নয় তারা একসাথে রাজস্থানও ঘুরতে গিয়েছিলেন। যদিও বিষয়টি স্বীকার করেননি এই জুটি, কিন্তু অনুগামীরা ঠিকই বুঝতে পেরেছেন।