উঁকি দিচ্ছে ক্লিভেজ, স্বল্প পোশাকে পুরুষ অনুরাগীদের বুকে ঝড় তুলল ঋতাভরী হটনেস

একসময় স্টার জলসার একটি জনপ্রিয় ধারাবাহিক ছিল ‘ওগো বধূ সুন্দরী’। খুব অল্প সময়ের মধ্যেই বিপুল পরিমাণে খ্যাতি অর্জন করেছিল এই ধারাবাহিকটি। আর সেখানে অভিনয় করেছিলেন ঋতাভরী চক্রবর্তী(Ritabhari Chakraborty)। বাড়ির মিষ্টি বউ ললিতাকে আজও ভুলতে পারেননি দর্শকেরা। যদিও সম্প্রচার শেষ হয়ে গিয়েছে তবে ধারাবাহিকটির কাহিনী মনে রেখেছেন দর্শকেরা।
আসলে ঋতাভরীর(Ritabhari Chakraborty) মা একজন বিখ্যাত লেখিকা ও পরিচালক। এছাড়া তার দিদিও রয়েছেন অভিনয় জগতেই। যেই কারণে অভিনয় জগত তার কাছে আরও সহজ হয়ে গিয়েছে।
তাইতো খুব অল্প বয়সেই তাকে দেখা গিয়েছে লাইট-ক্যামেরা-অ্যাকশনের ভীড়ে। অন্যদিকে শুধু অভিনয় নয়, সোশ্যাল মিডিয়াতেও সমানভাবে সক্রিয় তিনি। সচরাচর নিজের কাটানো বিভিন্ন মুহূর্ত ও সাজগোজের ছবি ভাগ করে নেন অনুগামীদের সাথে।
সম্প্রতি প্রকাশ্যে এসেছে সেরকমই একটি ছবি। যা দেখে ঘুম উড়েছে অনুগামীদের। তার পরনের কালো অন্তর্বাস ও খোলা চুল যেন উষ্ণতা বাড়িয়েছে বহু মাত্রায়। এছাড়া তার চোখের চাহনিতে ঝড় উঠেছে দর্শকদের বুকে। পোস্ট করতেই নিমেষে ভাইরাল হয়েছে তার এই ফটোশ্যুটের ছবি। পাশাপাশি প্রশংসায় ভরিয়ে তুলেছেন সবাই।
উল্লেখযোগ্য, টলিউডের সাথে সাথে তিনি নাম লিখিয়েছেন বলিউডেও। একাধিক মিউজিক ভিডিওতে কাজ করেছেন এই অভিনেত্রী। শুধু তাই নয় গায়িকা হিসেবেও পরিচিতি লাভ করতে চলেছেন তিনি। কারণ ইতিমধ্যেই সামনে এসেছে তার অ্যালবাম ‘রূপ সাগরে’। যেখানে ফুটে উঠেছে স্কুল জীবনের হারিয়ে যাওয়া নানান কাহিনী। এক কথায় বলতে গেলে বর্তমানে তার কেরিয়ার মধ্য গগনে।