Srijla Guha: এমন পোশাকে অন ক্যামেরায় অভিনেত্রী সৃজলা গুহ, ছবি দেখে হাঁ অনুরাগীরা

মডেলিং-এর মাধ্যমে কেরিয়ার শুরু করেছিলেন সৃজলা গুহ (Srijla Guha)। ডেবিউ ধারাবাহিক ‘মন ফাগুন’-এ নায়িকা হিসাবে আত্মপ্রকাশ ঘটেছিল তাঁর। এই ধারাবাহিকে সৃজলার বিপরীতে অভিনয় করেছিলেন শন বন্দ্যোপাধ্যায় (Sean Banerjee)। ‘মন ফাগুন’-এ পিহুর চরিত্রে অভিনয় করে যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করেছিলেন সৃজলা। তবে ‘মন ফাগুন’ অফ এয়ার হওয়ার পর আর কোনো ধারাবাহিকে দেখা যায়নি তাঁকে। সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট অ্যাকটিভ সৃজলা। ট্রেন্ডে গা ভাসাতে পছন্দ করেন তিনি। কখনও তাঁকে দেখা যায় ‘বার্বি’ জ্বরে কাবু হতে। কখনও বা ‘ঝুমকা’ নেচে সকলের নজর কাড়েন তিনি। সপ্তাহান্তে নিজের একটি হাফ বাস্ট ছবি শেয়ার করলেন সৃজলা।
ছবিতে সৃজলা পরনে রয়েছে মেরুন রঙের ওয়ান শোল্ডার গাউন। গাউনের ডিপ নেকলাইনের কারণে সামান্য উন্মুক্ত রয়েছে তাঁর ক্লিভেজ। হালকা মেকআপ করেছেন সৃজলা। ন্যুড শেডের আইশ্যাডো ও কালো আইলাইনারের টান রয়েছে চোখে। ঠোঁট রাঙিয়েছেন ন্যুড শেডের লিপস্টিকে। চিকবোনে রয়েছে হালকা গোলাপি ব্লাশারের ছোঁয়া। চুলে বেঁধেছেন মেসি বান। কিছু ফ্রিঞ্জ ছড়িয়ে রয়েছে মুখের উপর। ছবি জুড়ে রয়েছে আলো-আঁধারির খেলা। ক্যাপশনে নিজেকে একই সাথে রহস্য ও জাদু বলেছেন সৃজলা। শ্যাম্পেনের গ্লাসের চিয়ার্সের ইমোজি জুড়েছেন ক্যাপশনের সাথে। ছবির ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসাবে বেলা পোর্চ (Bella Poarch)-এর ‘লিভিং হেল’ গানটি ব্যবহার করেছেন সৃজলা।
নেটিজেনদের একাংশ সৃজলার ছবির প্রশংসা করেছেন। অনেকে সৃজলার ইন্সটাগ্রাম ফলোয়ারের সংখ্যা তিন লক্ষ অতিক্রম করার জন্য তাঁকে জানিয়েছেন শুভেচ্ছা। মল্লিকা মজুমদার (Mallika Majumder) সৃজলার সৌন্দর্যের প্রশংসা করেছেন। প্রত্যুত্তরে সৃজলা তাঁকে চুম্বনের ইমোজির মাধ্যমে জানিয়েছেন ভালোবাসা।
আগামী দিনে সৃজলাকে দেখা যাবে রাহুল মুখোপাধ্যায় (Rahul Mukherjee) পরিচালিত ওয়েব সিরিজ ‘কেয়ার অফ চৌধুরী বাড়ি’-তে। এই ওয়েব সিরিজটি স্ট্রিম হবে হইচই-এ।