মণিপুরের এই ভিডিও দেখে চমকে গেলেন অক্ষয় কুমার, অবশেষে যা বললেন এই নায়ক

মণিপুরের ধর্ষণ এবং নগ্ন নারীদের প্যারেড করানোর ঘটনা গোটা দেশকে একেবারে নাড়িয়ে দিয়েছে। সোশ্যাল মিডিয়ায় আগুনের মতো ভাইরাল হচ্ছে এই ভিডিও। ভিডিওতে দেখা যাচ্ছে, দুই কুকি মহিলাকে কিছু লোক গ্রামে নগ্ন করে প্যারেড করাচ্ছেন। একইসঙ্গে প্রকাশ্যে তাদের সঙ্গে বর্বরতা করছেন কয়েকজন। ভিডিওটি দেখলে যে কারো রক্ত ফুটবে। আর এই প্রথম এই ভিডিও নিয়ে প্রকাশ্যে মত প্রকাশ করলেন বলি অভিনেতা অক্ষয় কুমার। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে টুইট করেছেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার। অক্ষয় কুমার লিখেছেন যে, ভিডিওটি দেখার পর তিনি কেঁপে উঠেছিলেন।
অভিযুক্তদের কঠোরতম শাস্তির দাবি জানিয়েছেন অক্ষয় কুমার। টুইটে অক্ষয় কুমার লিখেছেন- ‘মণিপুরে নারীদের প্রতি সহিংসতার ভিডিও দেখে আমি কেঁপে উঠেছি। এটা দেখে আমার মন খারাপ হয়ে গেল। আশা করা যায় অপরাধীদের এমন কঠোর শাস্তি হবে যাতে কেউ আর এমন জঘন্য কাজ করার কথা না ভাবতে পারে।”
মহিলাদের পক্ষে অবস্থান নেওয়ার জন্য অক্ষয় কুমারের ভক্তরা তার প্রশংসা করছেন। অভিযুক্তদের কঠোরতম শাস্তির দাবি উঠেছে সোশ্যাল মিডিয়ায়। আপনাদের জানিয়ে রাখি, এই ভিডিওটি ৪মে, ২০২৩-এর বলা হচ্ছে, যা মণিপুরে কারফিউর কারণে এখনও প্রকাশ করা হয়নি।
বলিউড অভিনেত্রী ও রাজ্যসভার সাংসদ জয়া বচ্চনও এই বিষয়ে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন। এএনআই-এর সাথে কথা বলার সময়, তিনি বলেছেন যে তিনি এতটাই লজ্জিত যে তিনি পুরো ভিডিওটি দেখতে পারেননি। তিনি বলেন, নারীদের সঙ্গে যা হচ্ছে। এটা খুবই দুঃখজনক বিষয়।
Shaken, disgusted to see the video of violence against women in Manipur. I hope the culprits get such a harsh punishment that no one ever thinks of doing a horrifying thing like this again.
— Akshay Kumar (@akshaykumar) July 20, 2023
প্রসঙ্গত, অক্ষয় কুমার আজকাল তার ছবি ওএমজি ২-এর জন্য খবরে রয়েছেন। এই ছবিতে, অক্ষয়কে ভগবান শিবের ভূমিকায় দেখা যাবে, যার কারণে সিবিএফসি বহুবার ছবিটি পর্যালোচনা করেছে। এই ছবিতে অক্ষয় কুমারের সঙ্গে মুখ্য ভূমিকায় রয়েছেন পঙ্কজ ত্রিপাঠিও। ছবিটির ‘উচি উচি ভাদি মে’ গানটি সম্প্রতি প্রকাশিত হয়েছে, যা ভক্তদের কাছ থেকে প্রচুর ভালোবাসা পাচ্ছে।