ভাইরাল ভিডিও

Aadhyayasree’s Dance Video: খুদে কন্যার দুর্দান্ত নাচের এক্সপ্রেশন, (Video) দেখলে চোখ ফেরাতে পারবেন না

বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া আজকের প্রজন্মের কাছে একটা গুরুত্বপূর্ণ বিনোদন মাধ্যম হয়ে উঠেছে। অনেকে এই সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার বানিয়েই নিজের প্রতিভাকে হাজার হাজার মানুষের সামনে তুলে ধরছেন। ফলও পাচ্ছেন হাতেনাতে। বর্তমান যুগে সোশ্যাল মিডিয়ায় কোনোকিছুই ভাইরাল হতে বিশেষ সময় লাগে না। আর যদি কোন প্রতিভাবান মানুষ তার নিজের প্রতিভাকে পৌঁছে দিতে চান সকলের কাছে তাহলে, তাতে তিনি সফল হন। সেকথা আর আলাদাভাবে বলার প্রয়োজন নেই।

তবে বর্তমানে নিজেদের প্রতিভাকে সকলের সামনে নিয়ে আসার জন্য রয়েছে একাধিক বড় প্ল্যাটফর্মও। সেইসমস্ত প্ল্যাটফর্মগুলোর মধ্যে ‘ডান্স ইন্ডিয়া ডান্স লিটল মাস্টার’ অন্যতম। বলাই যায়, এই মঞ্চ থেকে অনেকেই নিজের একটা আলাদা পরিচিতি তৈরি করেন সাধারণের মাঝে। আর তাদের মধ্যে অন্যতম একজন হলেন ছোট্ট আদ্যাস্রী। শুরু থেকেই তাকে নিজের মেয়ে হিসাবেই দেখেন রেমো ডিসুজা। যারা এই শোয়ের নিয়মিত দর্শক, তাদের একথা অজানা নয়। এই মুহূর্তে তারই একটি নাচের ঝলক ভাইরাল সোশ্যাল মিডিয়ার পাতায়, যা দেখে ছোট্ট আদ্যাস্রীকে প্রশংসায় ভরাচ্ছেন ছোট থেকে বড় সকলেই।

এই মুহূর্তে বলিউডের অন্যতম জনপ্রিয় গান ‘হামকো আজ কাল হ্যায় ইনতেজার’এর তালের দুর্দান্ত নৃত্য পরিবেশন করতে দেখা গিয়েছে আদ্যাস্রীকে। এদিন একটি সাধারণ টি-শার্ট ও ট্রাউজারেই নিজের বাড়ির ছাদে এই রিল ভিডিওটি বানিয়েছিলেন তিনি। এই মুহূর্তে তার এই নাচের ঝলক দেখে একাংশের মত, আদ্যাস্রী নিজের দক্ষ নৃত্যশৈলীর সূত্র ধরেই টেক্কা দিয়েছেন মাধুরী দীক্ষিতকেও।

এই খুদে তারকা যে প্রায়ই এমন ধরনের রিল ভিডিও বানিয়ে থাকেন, তা তার সোশ্যাল মিডিয়ার পাতায় নজর রাখলেই স্পষ্ট হবে। উল্লেখ্য, এই ছোট বয়সেই ‘ইন্ডিয়ান ন্যাশানাল আইকন অ্যাওয়ার্ড ২০২২’ পেয়েছেন ডিআইডি লিটল মাস্টারের আদ্যাস্রী।

Related Articles