অফবিটভাইরাল ভিডিও

আশ্চর্যকর ঘটনা! যৌন পুতুলের সঙ্গে বিয়ে করলেন যুবক, তুমুল ভাইরাল ভিডিও

কোনো রক্তমাংসে গড়া মানুষের নিজের ইচ্ছে থাকে। সে তার মনমেজাজ মতন চলাফেরা করে। তার ইচ্ছে হলে সে কাউকে ভালোবাসতে পারে। আবার তাকে কোনো কারণ দেখিয়ে ছেড়ে চলেও যায়। এই ঘটনা প্রেমের ক্ষেত্রে আমরা প্রায়শই দেখি। প্রেমিকা যখন রক্তমাংসে গড়া একটি মানুষ তখন তার নিজের ইচ্ছে অনিচ্ছা থাকে। সে তার প্রেমিককে ছেড়ে চলে যেতেও পারে কোনো কারণে। আর তাই এই সমস্যার সমাধান করলেন এক ব্যক্তি।

নিজের জীবনের এই সমস্যাকে তিনি সমাধান করেছেন একটি পুতুলকে বিয়ে করে। অবাক লাগলেও এটি সত্যি ঘটনা। পুতুল কখনও ছেড়ে যাবে না৷ তাই এবার সেইসব সমস্যা এড়াতে একটি যৌন পুতুলকে (Sex Doll) বিয়ে করলেন এক ব্যক্তি। ওই ব্যক্তির নাম জাই তিয়ানরং। তিনি হংকং-এর (Hong Kong) বাসিন্দা। তার বয়স ৩৬ বছর। সে পুতুলটির সঙ্গে বাগদান সারার একটি ভিডিও সোশ্যাল হ্যান্ডেলে পোস্ট করেছেন। ঘটনাটির সূত্রপাত গত বছর।

জাই তিয়ানরং গত বছর একটি দোকানে একটি পুতুলকে দেখেন। জানা গিয়েছে, পুতুলটির নাম মোচি। আর এরপর থেকেই মোচির প্রেমে পাগল জাই তিয়ানরং। মোচিকে দেখে জাই-এর এতটাই ভালো লাগে যে বলা যায় ‘লাভ অ্যাট ফার্স্ট সাইট’। এরপর মোচিকে এক লক্ষ টাকা দিয়ে কিনে নেন জাই। এরপর একবছর লিভ টুগেদার থাকেন তারা। তবে একসঙ্গে থাকলেও মোচিকে কোনোদিন স্পর্শ করেননি জাই।

জাই ভাবেন তাহলে যদি তার প্রেমিকার এত সুন্দর ত্বক নষ্ট হয়ে যায়। তবে আর প্রেম নয়, এবার নিজের প্রেমিকার সঙ্গে বাগদান সেরে ফেললেন ওই ব্যক্তি। জাই জানান, “আমি মোচিকে সম্মান করি। কখনও আমাদের মধ্যে শারীরিক সম্পর্ক তৈরি হয়নি। এর আগেও একাধিক প্রেমিকা ছিল। কিন্তু এখন আমি পুতুলের প্রতি আকর্ষণ বোধ করি”। বাগদান পর্ব শেষ হওয়ার পর মোচিকে একটি আইফোন ১২ উপহার দেন জাই।

Related Articles