সৌন্দর্যের নিরিখে বলিউড নায়িকাদের টেক্কা দেবে জুহি চাওলার মেয়ে! ছবি দেখলেই ফিদা হয়ে যাবেন

বর্তমান সময়ে অন্যতম জনপ্রিয় স্টারকিড হলেন বলিউড অভিনেত্রী জুহি চাওলার(Juhi Chawla) কন্যা জাহ্নবী মেহতা(Jahnavi Mehta)। বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে চর্চায় উঠে এসেছেন তিনি। আসলে তার গ্ল্যামার হার মানাতে পারে যে কোনো বলিউড অভিনেত্রীকেও। তাইতো বারবার চর্চায় উঠে আসতে দেখা গিয়েছে তাকে। আমরা সকলেই জানি যে সংসারের কারণে অভিনয় জগৎ থেকে বিরতি নিয়েছিলেন জুহি।
ব্যবসায়ী জয় মেহতার সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন তিনি। বর্তমানে তার এক পুত্র সন্তান এবং এক কন্যা সন্তান রয়েছে। লাইমলাইট থেকে শতহস্ত দূরে থাকতে পছন্দ করেন তার কন্যা। তবে কিছুদিন আগে আইপিএলের নিলামে অংশগ্রহণ করে চর্চায় উঠে এসেছেন তিনি। তবে এই প্রথম নয় কয়েক বছর আগে ‘কলকাতা নাইট রাইডার্স’এর হয়ে নিলামে অংশগ্রহণ করেছিলেন তিনি।
তখন থেকেই আইপিএল’এর ইতিহাসে কম সময়ে নিলামে অংশগ্রহণ করার জন্য তিনি জনপ্রিয় হয়ে উঠেছেন। অন্যদিকে একটি সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, তিনি একজন লেখিকা হতে চান। কারণ তিনি বই পড়তে খুবই পছন্দ করেন, তাই ভবিষ্যতে একজন লেখিকা হিসেবেই নিজেকে প্রতিষ্ঠিত করতে চান। এ বিষয়ে জুহিও একই কথা বলেছেন।
তার মতে জাহ্নবীর কাছে এই পৃথিবীর সবচেয়ে প্রিয় জিনিস হল বই। কেউ যখন তাকে বই উপহার করেন, সেটা তিনি নাকি খুবই ভালোভাবে গ্রহণ করেন। সারাক্ষণ তিনি বই নিয়ে থাকতে পছন্দ করেন। আর তিনি যে ফিল্ম ইন্ডাস্ট্রিতে আসবেন না এটা নিশ্চিত। তবে এক সময় তিনি মডেলিং করেছেন। আপাতত লেখিকা হওয়ার স্বপ্নই দেখছেন জাহ্নবী।