অসাধারন সুরে গান গেয়ে তাক লাগাল যুবক, সোনার চেন উপহার দিলেন বাপ্পি লাহিড়ি, মুহূর্তে ভাইরাল ভিডিও

ইন্ডিয়ান আইডল মানেই সেখানে ধরা দেবে নিত্য নতুন প্রতিভা। প্রতিবছরই ইন্ডিয়ান আইডল নিয়ে ভক্তদের উৎসাহের অন্ত থাকেনা। আর এই বছরও তার ব্যাতিক্রম নয়। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ইন্ডিয়ান আইডল ১২। প্রতি বছরই নতুন নতুন প্রতিভা বিচারকদের মন জয় করে নেয়। ঠিক তেমনই ইন্ডিয়ান আইডল ১২ সিজেনের পবনদ্বীপ রঞ্জন দর্শক ও বিচারকদের মনের মনিকোঠায় পাকাপাকি জায়গা করে নিয়েছে।
ইন্ডিয়ান আইডল ১২ সিজেনের পবনদ্বীপ রঞ্জন, তাঁর গানের জাদুতে ইতিমধ্যে দর্শকদের মন জয় করে নিয়েছেন। আর এবার পবনদ্বীপ জয় করবেন ডিস্কো কিং’ বাপ্পি লাহিড়ির মন। নিশ্চয়ই ভাবছেন এত সৌভাগ্য কি করে হচ্ছে এই প্রতিযোগীর।
আসল ব্যাপার হলো ইন্ডিয়ান আইডলের ১২-এর আগামী পর্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকছেন ডিস্কো কিং’ বাপ্পি লাহিড়ি এবং অমিত কুমার। আর সম্প্রতি সোশ্যাল-মিডিয়ায় ভাইরাল
পবনদ্বীপের গানের একটি মুহূর্ত। যেখানে পবনদীপ হারমোনিয়াম বাজিয়ে ‘ জনপ্রিয় গান ‘কিসি নজর কো তেরা ইন্তেজার আজ ভি হ্যায়’ গাইছেন। পবনদীপের গানে মুগ্ধ হয়ে বিশেষ বিচারক বাপ্পী লাহিড়ি নিজের গলা থেকে একটি সোনার চেন খুলে ওই প্রতিযোগীকে দেন।
এদিনের পর্বে নিজের গানের মাধ্যমে বিশেষ অতিথিদের মন জয় করে নেন শো-এর প্রতিযোগি পবনদ্বীপ। বাকি বিচারকদেরও দেখা যায় পবনদ্বীপের প্রশংসায় পঞ্চমুখ হতে। এই সিজেনের সঞ্চালকের ভূমিকায় আদিত্য নারায়ণ। সেদিন পবনদ্বীপের গান শুনে বিচারক বিশাল দাদলানি এবং হিমেশ রেশমিয়া প্রশংসায় ভরিয়ে দেন।