‘কাঁচা বাদাম’ খ্যাত ভুবন বাদ্যকর গাইলেন গান হিরো আলমের সঙ্গে, রইল ধামাকাদার মিউজিক ভিডিও

সম্প্রতি এবার ‘কাঁচা বাদাম’খ্যাত ভুবন বাদ্যকরের(Bhuban Badyakar) সঙ্গে গান রেকর্ড করলেন বাংলাদেশের জনপ্রিয় শিল্পী হিরো আলম(Hero Alom)। সোশ্যাল মিডিয়ায় তিনি ঠিক কতখানি জনপ্রিয় তা আমরা সকলেই জানি। নিত্যদিন তার একাধিক গানের ভিডিও উঠে আসে। আর এবার ভুবন বাদ্যকরের জনপ্রিয়তার দিকে তাকিয়ে তার সঙ্গে কাজ করলেন এই শিল্পী।
কয়েকমাস আগে বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি নির্বাচনের সময় তিনি বলেছিলেন কলকাতায় এসে এখানকার শিল্পীদের নিয়ে তিনি কাজ করবেন। যদিও বাংলাদেশে তিনি কাজ করতে রাজি নন। আর সেই কথা রাখতেই এবার কলকাতায় এসেছিলেন তিনি। লেকটাউনের একটি স্টুডিওতে ভুবনবাবুর সাথে গান রেকর্ডিং শুরু করেছেন হিরো আলম।
এই বিষয়ে তিনি জানিয়েছেন যেহেতু তারা দু’জনেই এখন বেশ জনপ্রিয় সোশ্যাল মিডিয়ায়, তাই একসঙ্গে গান রেকর্ড এর সিদ্ধান্ত নিয়েছেন। আর এই গানটিও নাকি ভবিষ্যতে ভাইরাল হতে চলেছে। জানা গিয়েছে গানটির নাম ‘হাউ ফানি’, যেটির মিউজিক ভিডিও পরিচালনা করবেন সালাউদ্দিন গোলদার। গানটি লিখেছেন এফএ প্রীতম এবং সঙ্গীত পরিচালনায় রয়েছেন অজিত সাহিন।
এদিন স্টুডিওতে গান রেকর্ডিং করার সময় সেখানে উপস্থিত ছিলেন ভুবনবাবুর স্ত্রীও। তবে তার স্বামীকে বাংলাদেশ যেতে দিতে নারাজ তিনি। কারণ, তিনি মনে করেন সেখানে গিয়ে ভুবনবাবু যদি আরেকটা বিয়ে করে থেকে যান তখন কী হবে? অন্যদিকে টলিউডে কবে থেকে হিরো আলম কাজ করতে শুরু করবেন সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি।