বিনোদন

লাইমলাইট থেকে শতহাত দূরে, বলিউড অভিনেত্রীদের সৌন্দর্য্যে হার মানাবে জুহি চাওলার কন্যা

বলিউডের জনপ্রিয় একজন অভিনেত্রী হলেন জুহি চাওলা(Juhi Chawla)। বিগত কয়েক বছর ধরে একাধিক সুপারহিট সিনেমা তিনি উপহার দিয়েছেন দর্শকদের। তার এক পুত্র সন্তান এবং এক কন্যা সন্তান রয়েছে। তবে অনেকেই হয়তো তার কন্যা জাহ্নবী মেহতার(Jahnavi Mehta) সম্পর্কে জানেন না। কারণ অন্যান্য স্টারকিডদের মতোন লাইমলাইটে থাকেন না তিনি।

বরং এসব থেকে শতহস্ত দূরে থাকতে পছন্দ করেন। জানা গিয়েছে অভিনয় জগতে আসার মতো কোনো আগ্রহই নেই জাহ্নবীর। পড়াশোনায় খুবই ভালো তিনি। ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুলের সেরা দশের তালিকায় ছিলেন তিনি। পাশাপাশি লন্ডনের একটি কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। ভবিষ্যতে খুব ভালো একজন লেখিকা হতে চান এই স্টারকিড।

লাইমলাইট থেকে শতহাত দূরে, বলিউড অভিনেত্রীদের সৌন্দর্য্যে হার মানাবে জুহি চাওলার কন্যা

অন্যদিকে গত আগস্ট মাসে আইপিএলের নিলামে অংশগ্রহণ করেছিলেন তিনি। যারা যারা এদিন অংশগ্রহণ করেছিলেন এই নিলামে তাদের মধ্যে সবচেয়ে কনিষ্ঠতম সদস্য ছিলেন জাহ্নবী। কলকাতা নাইট রাইডার্স’এর জন্য খেলোয়াড় নির্বাচনে অংশ নিয়ে সকলকে অবাক করে দিয়েছিলেন তিনি। নিলামের দিন শাহরুখপুত্র আরিয়ান খানের পাশে দেখা যায় তাকে।

লাইমলাইট থেকে শতহাত দূরে, বলিউড অভিনেত্রীদের সৌন্দর্য্যে হার মানাবে জুহি চাওলার কন্যা

এই নিলামে মেয়ের উপস্থিতি নিয়ে সংবাদমাধ্যমকে জুহি চাওলা একটি সাক্ষাৎকারে বলেন, ‘ওরা যে দলের প্রতি আগ্রহ দেখিয়েছে এতেই আমি অনেক খুশি। এটার জন্য ওকে কোনোরকম জোর করা হয়নি বরং নিজের ইচ্ছেতে যোগ দিয়েছিল। খেলার প্রতি ওদের আগ্রহ রয়েছে। এমনকি জাহ্নবী রাতের অদ্ভুত সময় উঠে বিশ্বের বিভিন্ন প্রান্তের ক্রিকেট ম্যাচ দেখতে পছন্দ করে।’

Related Articles