
দেশের অন্যতম সুপরিচিত ও সর্বাধিক বিক্রিত মোটরসাইকেল হিরো স্প্লেন্ডার প্লাস আজকাল বেশ আলোচনায় রয়েছে। কারণ এই বাইকের ফিচারগুলো প্রতিনিয়ত মানুষকে এর প্রতি আকৃষ্ট করছে। হিরো মোটোকর্প বাজারে এনেছে বেশ কিছু চমৎকার বাইক, যার মধ্যে এক্সটেক হিরো স্প্লেন্ডার প্লাস লঞ্চ হওয়ার সাথে সাথেই সবার প্রথম পছন্দ হয়ে উঠেছে। এই মোটরসাইকেল আসার পর থেকেই এই বাইকটি মানুষের হৃদয়ে বিশেষ জায়গা করে নিয়েছে। আপনিও যদি হিরোর এই নতুন মোটর সাইকেলটি কিনতে চান, তাহলে অবশ্যই এর ফিচারগুলো সম্পর্কে জেনে নিন। নতুন হিরো স্প্লেন্ডার প্লাস এক্সটেকের ফিচারের কথা বলতে গেলে এতে রয়েছে ৯.৮ লিটার ফুয়েল ট্যাঙ্ক, ব্লুটুথ কানেক্টিভিটি, ডিজিটাল কনসোল, ইউএসবি চার্জিং পোর্ট এবং রিয়ার টাইম মাইলেজের মতো দারুণ ফিচার।
হিরো কোম্পানি এই নতুন বাইকটিতে ৭.২ সিসি এয়ার-কুল্ড প্রযুক্তির সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন দিয়েছে, যা সর্বোচ্চ ৭.৯ বিএইচপি পাওয়ার এবং ৮.০৫ এনএম এর পিক টর্ক উৎপন্ন করার ক্ষমতা রাখে। এতে থাকবে আইথ্রিএস ইঞ্জিন ের স্টার্ট/স্টপ সিস্টেম। শক্তিশালী ইঞ্জিনের কারণে এর মাইলেজ ৮০.৬ কিমি/লিটার পর্যন্ত।
হিরো স্প্লেন্ডার প্লাস এক্সটেক এর সামনে ১৩০ মিমি ডিস্ক ব্রেক এবং পিছনে ড্রাম ব্রেক থাকবে। সামনে একটি টেলিস্কোপিক হাইড্রোলিক শক শোষক এবং পিছনে একটি ৫ স্টেপ হাইড্রোলিক শক শোষক থাকবে।
এই বাইকটির প্রাথমিক এক্স-শোরুম মূল্য ৭২,৯০০ টাকার কাছাকাছি রাখা হয়েছে। টর্নেডো গ্রে, স্পার্কলিং বিটা ব্লু, ক্যানভাস ব্ল্যাক এবং পার্ল হোয়াইট কালারসহ চারটি কালার অপশনে পাওয়া যাবে ফোনটি। তবে চাইলে ২০ হাজার টাকার ডাউন পেমেন্ট দিয়েও এই বাইক আপনি নিজের নামে করতে পারেন। যারা লোনে কিনতে চান তারা ৭০ হাজার টাকা পর্যন্ত সর্বাধিক লোন পেতে পারেন। ৯.৭ বার্ষিক সুদের হারে লোন পেতে পারে।