টেক নিউজনিউজ

সবথেকে শক্তিশালী ও সীমিত খরচের এই গাড়ি, আজই কিনে আনুন

প্রিমিয়াম হ্যাচব্যাক গাড়ির কথা উঠলেই সবার আগে মানুষ Baleno অথবা i20 এই দুটি গাড়ির কথা ভাবেন। এই মুহূর্তে ভারতের বাজারে সবথেকে বেশি বিক্রি হওয়া গাড়ির মধ্যে এইগুলি অন্যতম। মারুতি Baleno গাড়িটি সম্পর্কে কথা বললে নতুন অবদানে লঞ্চ করার পর থেকেই হঠাৎ করে এই গাড়ির বিক্রি বেড়ে গিয়েছে এবং প্রতি মাসে ৮ থেকে ৯ হাজার ইউনিট বালেনো গাড়ি বিক্রি হচ্ছে। এই হাইপের কারণে বেশিরভাগ লোক প্রিমিয়াম হ্যাচব্যাক সেগমেন্টে এই গাড়িটিকে কিনছেন। কিন্তু আপনি যখন নয় লক্ষ টাকা খরচ করছেন একটি গাড়ির জন্য তখন আপনার প্রত্যাশা শুধুমাত্র মাইলেজ নয় তার পাশাপাশি নিরাপত্তা হওয়া উচিত।

আপনাদের জানিয়ে রাখি এই গাড়িটি পরিসংখ্যান অনুযায়ী মাইলেজের দিক থেকে দারুন হলেও নিরাপত্তার দিক থেকে একেবারেই হতাশা জনক কারণ ৭ লাখের কাছাকাছি দামের এই গাড়িতে নিরাপত্তার রেটিং একেবারে শুন্য। গ্লোবাল ক্রাশ টেস্ট বালেনোকে শূন্য ষ্টার রেটিং দিয়েছে সেফটির ক্ষেত্রে। অর্থাৎ বলতে গেলে এই পরীক্ষায় এই গাড়িটি একেবারেই ফেল করে গিয়েছে।

এর জায়গায় যদি আপনি একই দামে এর থেকে অনেক বেশি সেফ একটি গাড়ি পান তাহলে সেটাই আপনার কেনা উচিত। এই গাড়িটি হলো টাটা মোটরসের Altroz। এটিও একটি প্রিমিয়াম হ্যাচব্যাক তবে এর দাম ৬.৬০ লাখ টাকা থেকে শুরু করে ১০.৭৪ লক্ষ্য টাকা পর্যন্ত।

নিরাপত্তার দিক থেকে এই গাড়িটি একেবারে দুর্দান্ত। গ্লোবাল ক্রাশ টেস্ট অনুযায়ী এই গাড়িটি ফাইভ স্টার নিরাপত্তা পেয়েছে। এটি প্রমাণ করে যে এই গাড়িটি গঠনের দিক থেকে বেশ শক্তিশালী এবং ভারতীয় বাজারে এটি সব থেকে প্রিমিয়াম গাড়ি যেটিতে ফাইভ স্টার রেটিং রয়েছে। অন্যদিকে আপনি যদি হুন্ডাই কোম্পানির i20 গাড়ির দিকে দেখেন তাহলে সেটি মাত্র ৩ স্টার পেয়েছে। তাই যদি আপনার এই মুহূর্তে একটি ভালো গাড়ি দরকার লাগে তাহলে এই Altroz গাড়িটি আপনি কিনতে পারেন।

Related Articles