
তরুণ প্রজন্মের কাছে দিন দিন চাহিদা বেড়েই চলেছে প্রিমিয়াম মোটরসাইকেলের। আর এই তালিকায় বেশ চর্চায় এসেছে কেটিএম 390 Duke। স্টাইল, এলইডি হেডলাইট, ডিম্বাকৃতির ডিএলআর এ সমস্ত কিছুতেই আনা হয়েছে নতুনত্বের ছোঁয়া। কোম্পানির দাবী অনুযায়ী ডিজাইন ও লুক দুটো দিকেই তরুণ প্রজন্মের মন মাতাবে এই বাইক। কিন্তু এরই পাশাপাশি এর প্রতিদ্বন্ধী হিসাবে নাম আসছে Bajaj এর পাওয়ার ক্রুজার Dominar 400 এর। এই দুটোর মধ্যে কার পারফরম্যান্স সেরার সেরা!
আজকের প্রতিবেদনে রইলো এই দুই বাইকের তুলনামূলক আলোচনা-
KTM 390 Duke এর দাম রাখা হয়েছে ৩.১১ লক্ষ টাকা যা বর্তমানে ৪৪৯৯ টাকার বিনিময়ে বুকিং করা যাচ্ছে। বাজারে এই নেকেড স্ট্রিট ফাইটার হাই পারফরম্যান্স বাইকটির জনপ্রিয়তা নজরে পরার মতোই। ইঞ্জিনের কথা বললে এতে দেওয়া হয়েছে ৩৯৮ সিসি লিকুইড কুল্ড সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন যা সিক্স স্পিড গিয়ারবক্স সহ আসে। ইঞ্জিন থেকে উৎপাদিত শক্তির পরিমাণ ৪৪.২৫ বিএইচপি ও ৩৯ এনএম টর্ক।
অপরদিকে Bajaj Dominar 400 তে দেওয়া হয়েছে ৩৭৩.৩ সিসি লিকুইড কুল্ড সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন যা সিক্স স্পিড গিয়ারবক্স সহ আসে। ইঞ্জিন থেকে উৎপাদিত শক্তির পরিমাণ ৩৯.৪৫ বিএইচপি শক্তি ও ৩৫ এনএম টর্ক। এতেও যুক্ত আছে ৬ স্পিড গিয়ারবক্স।
দাম- Bajaj Dominar 400 কিনতে খরচ পরে 2.30 লক্ষ টাকা আর KTM 390 Duke এর দাম রাখা হয়েছে ৩.১১ লক্ষ টাকা। দুটোই এক্স শোরুম প্রাইস।
অর্থাৎ সবদিক থেকে বিচার করলে যথেষ্ট প্রতিযোগিতামূলক মডেল Bajaj Dominar 400ও। এতেও দেওয়া হয়েছে স্পোর্টি ডিজাইন ও প্রিমিয়াম ফিচার। আবার শক্তিতে এগিয়ে KTM 390 Duke. এবার বেছে নেওয়ার পালা আপনার।