টেক নিউজনিউজ

২৮ কিমির ফাটাফাটি মাইলেজ, দেশের বাজার কাঁপাতে সস্তায় CNG ভার্সনে নয়া SUV গাড়ি আনল মারুতি

ক্রমবর্ধমান SUV গাড়ির চাহিদাকে মাথায় রেখে সম্প্রতি ‘Maruti Suzuki’ লঞ্চ করলো তাদের জনপ্রিয় গাড়ির CNG ভার্সন। ‘Maruti Brezza CNG’ নামক এই গাড়িতে একদিকে যেমন শক্তিশালী ইঞ্জিন রয়েছে, তেমনি পাবেন আকর্ষণীয় মাইলেজ। শুধু তাই নয় দামের দিক দিয়েও সেটি মধ্যবিত্তদের নাগালের মধ্যেই রয়েছে।

তাই আপনি যদি বর্তমানে একটি গাড়ি কেনার চিন্তাভাবনা করে থাকেন তাহলে এই গাড়িটি দেখতে পারেন। বর্তমানে ভারতীয় বাজারে এই গাড়ির প্রারম্ভিক মূল্য ৯.১৪ লক্ষ টাকা। এছাড়া অন্যান্য ভ্যারিয়েন্টগুলির দাম দেখতে গেলে পড়বে ১১.৮৪ লক্ষ টাকা। যদি আমরা কিছু অত্যাধুনিক ফিচার দেখি তাহলে এতে রয়েছে স্মার্ট প্লে ইনফোটেইনমেন্ট সিস্টেম, অ্যাপেল কার-প্লে, অ্যান্ড্রয়েড অটো, ডিজিটাল এবং অ্যানালগ সিএনজি ফ্যুয়েল গজ ইত্যাদি।

এখানেই শেষ নয় গাড়ির বাহ্যিক ডিজাইনও নজর কাড়বে গ্রাহকদের। ইঞ্জিন হিসেবে এতে রয়েছে ১.৫ লিটারের ডুয়াল জেট এবং ডুয়াল ভিভিটি ইঞ্জিন। যেখানে সর্বাধিক ৬৪.৬ কিলোওয়াট শক্তি এবং ১২১.৫ এনএম টর্ক উৎপন্ন হয়। পাশাপাশি এতে আপনি মাইলেজ পেয়ে যাবেন ২৮ কিলোমিটার। যার দ্বারা এটাই স্পষ্ট যে এই গাড়ির মাইলেজ হার মানাবে অন্যান্য গাড়িগুলিকে।

উল্লেখযোগ্য সময়ের সাথে সাথে SUV গাড়ির চাহিদা ক্রমাগত বাড়ছে। এই বিষয়টিকে মাথায় রেখে বিভিন্ন সংস্থা তাদের এসইউভি’গুলিতে একাধিক বৈচিত্র‍্য আনছে। যে তালিকায় রয়েছে ‘Maruti Suzuki’, ‘TATA’, ‘Hyundai’ ইত্যাদি। এক কথায় বলতে গেলে অটোমোবাইল সংস্থাগুলির মধ্যে ক্রমাগত যেন প্রতিদ্বন্দ্বিতা বেড়েই চলেছে।

Related Articles