টেক নিউজনিউজ

Tata Tigor নাকি Maruti Suzuki Dzire, মাইলেজ-ফিচারসে এই দুই গাড়ির মধ্যে কে সেরা? রইল ডিটেলস

প্রতিবছর পাল্লা দিয়ে বেড়েছে বিভিন্ন নামী সংস্থার নতুন নতুন গাড়ির সংখ্যা তবে তারপরেও এমন কিছু মডেল রয়েছে যাদের জনপ্রিয়তা এখনো অটুট। এবার পরিবারকেন্দ্রিক গাড়ি হিসাবে গ্রহনযোগ্যতা একই রয়েছে‌। এবিএস, এয়ারব্যাগ এবং ইলেকট্রনিক স্ট্যাবিলিটি কন্ট্রোল এর মত বৈশিষ্ট্য গুলি এখানে গুরুত্বপূর্ণ। আর এই তালিকায় নাম কেড়েছে Maruti Suzuki Dzire ও Tata TIGOR. কম্প্যাক্ট সেডান সেগমেন্টে উভয়ই বিশিষ্ট নাম।

Maruti Suzuki Dzire LXI- ৬,৪৪০০০ মূল্যের Dzire এর LXL ভেরিয়েন্ট ABS, দুটি এয়ারব্যাগ ও ESC এর নিশ্চয়তা প্রদান করে। এটি ৩৭৮ লিটারের একটি মাঝারি বুক ক্ষমতা সহ এসছে‌। গাড়িটি নিরাপত্তার পাশাপাশি আরামদায়ক সফরকে নিশ্চিত করেছে‌।

Tata Tigor XE ও XM- প্রথমটির দাম রয়েছে ৬,২০,০০০ টাকা। এটিও দুটি এয়ারব্যাগের সাথে প্রয়োজনীয় নিরাপত্তা প্রদান করে। অপরটির দাম 6,70,000. এটি গাড়ি চালানো সহজতা নিশ্চিত করে।

Maruti Suzuki Dzire LXI- পরিবারকেন্দ্রিক গাড়ির ক্রেতার জন্য শীর্ষ বাছাই হয়ে উঠেছে। যদিও বিচার করলে উভয় গাড়িতে ভালো সুরক্ষা বৈশিষ্ট্য দেওয়া হয়েছে। পিছনে এসি ভেন্ট ও পাওয়ার উইন্ডোর মতো বৈশিষ্ট্য যুক্ত রয়েছে।

তিনটি গাড়িতেই ABS উপস্থিত রয়েছে। Maruti Suzuki Dzire LXI এর Boot capacity 378, Tigor XM ও XE এর 419. তিনটিতেই রয়েছে হাই স্পিড stability , power window back. তবে Rear AC vents কেবলমাত্র Maruti Suzuki Dzire LXI এই উপস্থিত রয়েছে। সংক্ষেপে তিনটি গাড়ি পারিবারিক প্রয়োজনে জন্য তৈরি করা হয়েছে যা নিরাপত্তা আরাম এবং সুবিধা নিশ্চিত করে।

Related Articles