
বাইক রাইড পছন্দ করেন না এমন মানুষ নেই বললেই চলে। ব্যস্ত জীবনের কোলাহল থেকে মুক্তি দিতে পারে নিরিবিলি রাস্তার এক বাইক রাইড। তবে ভালো রাইডের জন্য প্রয়োজন ভালো বাইকের। এই পরিস্থিতিতে মানুষ চিন্তায় পড়ে যান কোন বাইকটি কেনা লাভজনক হবে তাদের জন্য। তবে চিন্তা নেই আজ আমরা এমনই কিছু বাইকের তথ্য তুলে ধরবো এই প্রতিবেদনে, যেখানে দুর্দান্ত অভিজ্ঞতা পাবেন আপনি।
Hero XPulse 200- বর্তমানে আপনি ভালো একটি অ্যাডভেঞ্চার বাইক কিনতে চাইছেন? অথচ আপনার কাছে পর্যাপ্ত টাকা নেই। চিন্তা নেই কারণ, ২০০ সিসির ইঞ্জিনযুক্ত এই বাইকটির দাম আপনার জন্য পকেটসুলভ হতে চলেছে। যে কোনো রাস্তায় মসৃণ অভিজ্ঞতা দেবে এই বাইকটি। যার দাম শুরু হচ্ছে ১.৩৮ লক্ষ টাকা থেকে।
Royal Enfield Himalayan 411- ভারতের বাজারে লঞ্চ না হলেও বেশ কিছু জায়গায় এই বাইকটি লঞ্চ হয়েছে। তবে চিন্তা নেই খুব শীঘ্রই ভারতের বাজারে আগমন হবে এই বাইকটির। যদি আপনি অ্যাডভেঞ্চার প্রিয় মানুষ হন, তাহলে আপনার জন্য এই বাইকটি একদম যথাযথ হতে চলেছে। এই বাইকটি কিনতে আপনাকে দিতে হবে ২.১১ লক্ষ টাকা।
KTM 390 Adventure- ৩৭৩ সিসি ইঞ্জিনযুক্ত এই বাইকটির পারফরম্যান্স নিয়ে নতুন করে কিছু বলার অপেক্ষা রাখে না। দীর্ঘ সময় ধরে গ্রাহকদের পছন্দের তালিকায় রয়েছে এই বাইকটি। এতে যেমন স্পোর্টি লুক দেওয়া হয়েছে, তেমনি এতে অত্যাধুনিক বৈশিষ্ট্য রয়েছে। এটি কিন্তু আপনাকে খরচ করতে হবে ৩.৩৭ লক্ষ টাকা।