টেক নিউজনিউজ

মধ্যবিত্তদের জন্য ব্যাপক সস্তায় ৬ জিবি র‍্যামের দুর্দান্ত স্মার্টফোন আনল Vivo, ফিচারস জানলে এক্ষুনি কিনতে ছুটবেন

স্মার্টফোনের মার্কেটে কোম্পানিগুলি একে অপরকে টক্কর দিতে প্রায়শই নতুন নতুন অফার নিয়ে আসে। শুধু তাই নয় বিভিন্ন রেঞ্জের মোবাইল ইউজারদের পছন্দ ও প্রয়োজনের কথা মাথায় রেখে বিভিন্ন স্মার্টফোনও লঞ্চ করে। তবে সবথেকে চাহিদা থাকে লো রেঞ্জের ফোনগুলির।

হ্যান্ডি সহজে ব্যবহারযোগ্য ভালো ক্যামেরা শক্তপোক্ত ব্যাটারি তার সাথে বাজেট ফ্রেন্ডলি এমনই ফোনের চাহিদা থাকে অধিকাংশ মানুষের। এই চাহিদার কথা মাথায় রেখেই ভিভো তাদের Y series এর অধীনে Vivo Y17s মডেলটি সিঙ্গাপুরে লঞ্চ করেছে।

চলুন এই ফোনটি সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক-

Specification Feature: ৬.৫৬ ইঞ্চির আইপিএস এলসিডি ডিসপ্লের সহ আসা এই ফোনের দুর্দান্ত পারফরমেন্সের জন্য দেওয়া হয়েছে মিডিয়াটেক হেলিও জি ৮৫ প্রসেসর। সঙ্গে রয়েছে ৬ জিবি Ram ও ১২৮ জিবি স্টোরেজ। তবে মাইক্রো এসডি কার্ড ব্যবহার করে স্টোরেজ এক টিবি পর্যন্ত প্রসারিত করা যাবে

ক্যামেরার কথা বললে এতে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। রয়েছে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, ২ মেগাপিক্সেলের সেকেন্ডারি ডেপ্থ সেন্সর আর আর মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। পাওয়ার ব্যাকআপের জন্য এতে উপস্থিত আছে ১৫ ওয়াট ফার্স্ট চার্জিং সাপোর্ট যুক্ত 5000mah battery.

অন্যান্য বৈশিষ্ট্যের কথা বললে এতে সামিল রয়েছে প্রক্সিমিটি সেন্সর, অ্যাক্সিলোমিটার, ভার্চুয়াল জাইরোস্কোপ মোটর। এছাড়াও জল ও ধুলো প্রতিরোধের জন্য আইপি ৫৪ রেটিংসহ এসছে ফোনটি।

দাম- Vivo Y17s এর ৬ জিবি Ram এবং 128gb storage ভ্যারিয়েন্টটির দাম রাখা হয়েছে ১২১৫০ টাকা তবে এটি কেবলমাত্র সিঙ্গাপুরের বাজারেই আত্মপ্রকাশ করেছে। তবে আশা করা হচ্ছে ভিভো একই বা ভিন্ন নামে ভারতেও Vivo Y17s শীঘ্রই লঞ্চ করবে।

Related Articles