বিনোদন

সৌন্দর্যের শীর্ষে! অনুষ্কা শর্মাকেও হার মানাবে ঈশান কিষানের প্রেমিকা, দেখুন ছবি

আইপিএল ক্রিকেট ম্যাচে এমন অনেক খেলোয়াড়দের দেখা যায় যারা জাতীয় দলে খেলার সুযোগ পান না কিন্তু খেলায় তারা অসামান্য ছাপ ফেলেন। এভাবেই বছরের পর বছর তাদের দুর্দান্ত খেলার মাধ্যমে তারা নিজেদের পেশাদার জীবনে এক ধাপ করে এগিয়ে যান। ধীরে ধীরে তারা জাতীয় দলেও খেলার সুযোগ পান। তেমনই একজন হলেন ঈশান কিশান (Ishan Kishan)।

তিনি এর আগে আইপিএল-এ খেললেও তাকে জাতীয় দলে খেলতে দেখা যায়নি। গত বছর থেকে তিনিও জাতীয় দলে খেলার সুযোগ পেয়েছেন। তবে আজকের প্রতিবেদন ঈশান কিশানকে নিয়ে নয়। প্রতিবেদনটি তার বান্ধবীকে নিয়ে। ক্রিকেট দুনিয়ায় অনেকেই রয়েছেন যাদের সঙ্গী বলিউডের নায়িকাদেরকেও হার মানায়। সৌন্দর্য ও বোল্ডনেসের জোয়ারে তারা এক নিমেষেই ভাসিয়ে নিয়ে যাওয়ার ক্ষমতা রাখেন।

সৌন্দর্যের শীর্ষে! অনুষ্কা শর্মাকেও হার মানাবে ঈশান কিষানের প্রেমিকা, দেখুন ছবি

ঈশান কিশানের বান্ধবীও তাই। তার রূপে মুগ্ধ সকলেই। তিনি সোশ্যাল মিডিয়াতেও বেশ জনপ্রিয়। তিনি হলেন ভারতের জনপ্রিয় সুন্দরী মডেল অদিতি হুন্ডিয়া। ফ্যাশন জগতে একটি জনপ্রিয় নাম অদিতি। তার স্টাইল স্টেটমেন্ট সকলকে ঘায়েল করতে বাধ্য। ইতিমধ্যে তিনি একাধিক মডেল শো-তে পুরস্কার জিতে নিয়েছেন। ২০১৬ সালে এলিট মিস রাজস্থানে রানার্সআপ হয়েছিলেন অদিতি।

সৌন্দর্যের শীর্ষে! অনুষ্কা শর্মাকেও হার মানাবে ঈশান কিষানের প্রেমিকা, দেখুন ছবি

এছাড়া তার ঝুলিতে রয়েছে আরও পুরস্কার। ২০১৭ সালে অদিতি ফেমিনা মিস ইন্ডিয়া ফাইনাললিস্ট হয়েছিলেন। এরপরের বছর ২০১৮ তে মিস সুপারন্যাশনাল ইন্ডিয়া পুরস্কার জেতেন তিনি। তাই এটি স্পষ্ট যে এহেন একজন মডেল যে ইতিমধ্যে নিজের প্রতিভার জেরে জনপ্রিয়। ভারতীয় ক্রিকেট দলের খেলোয়াড় ঈশান কিশানের বান্ধবী হওয়ার জেরে তার জনপ্রিয়তা এখন আকাশ ছোঁয়া। তার সৌন্দর্য্যের সামনে বিরাট পত্নী বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মা ফিকে হয়ে যান।

Related Articles