বন্ধুর বিয়েতে সাক্ষীর সঙ্গে জমিয়ে নাচলেন ধোনি ! দুরন্ত গতিতে ভাইরাল ভিডিও

ভারতীয় ক্রিকেটের কথা বললেই যার কথা একবার হলেও বলতে হয় তিনি হলেন মহেন্দ্র সিং ধোনি(MS Dhoni)। ভারতীয় ক্রিকেটে তার অবদান অনস্বীকার্য। তার নাম শুনলেই চার কিংবা ছয় রানের কথা মনে পড়ে। মাঠে ভারতীয় ক্রিকেটের সেই নীল জার্সির মানুষটাকে কখনই ভোলা সম্ভব নয়। মহেন্দ্র সিং ধোনিকে চেনে না এমন মানুষ দেশে বিরল। দেশ ছাড়িয়ে বিদেশেও তার অনেক জনপ্রিয়তা। মহেন্দ্র সিং ধোনির একটি বায়োপিক ‘ধোনি দ্য আনটোল্ড স্টোরি’-তে ধোনির চরিত্রে অভিনয় করেছিলেন বলিউডের প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুত (Sushant Singh Rajput)।
সুশান্ত খুব সুন্দর ভাবে বড় পর্দায় ধোনির অজানা গল্পকে ফুটিয়ে তুলেছিলেন। ধোনির জীবনে এক প্রেমিকার মৃত্যুর পর তিনি ভেঙে পড়েছিলেন। এরপর শূন্য সাদাকালো জীবনে সাক্ষী (Sakshi Singh Dhoni) এসে রং-এর ছিটে দেয়। ধোনির জীবন পাল্টে দেয় সে। বিহার রাজ্য থেকে উঠে এসেছেন ধোনি। জীবনের শত বাধা পেরিয়ে তিনি আজ এক উজ্জল নাম৷ সরকারি চাকরি ছেড়ে ক্রিকেট খেলায় মেতেছেন ধোনি৷ আর এই কাজে দরকার সাহসের।
সাক্ষীকে বিয়ে করার পর ধোনির জীবন বদলে যায়৷ তাদের রয়েছে একটি ছোট্ট মেয়ে জিভা (Ziva)। তাকে নিয়ে সুখের সংসার। মাঝেমধ্যে মেয়ের সঙ্গে ধোনির খুনসুটির ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। ভাইরাল হবে নাই না কেনো! ধোনির মেয়ে বলে কথা৷ সম্প্রতি ধোনির আরও একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল।
তবে এই ভিডিওতে তার নিজের মেয়ে জিভা না থাকলেও রয়েছেন এক ঝাঁক সুন্দরী। আর তারা ধোনিকে রীতিমতো ঘিরে রয়েছেন। মুম্বাইতে একটি বিয়ে বাড়িতে স্ত্রী সাক্ষীকে নিয়ে গিয়েছেন ধোনি। গান বাজছে আর চেয়ারে বসে রয়েছেন ধোনি। তাকে ঘিরেই এক ঝাঁক মেয়ে। পিছনে কাঁধে হাত দিয়ে দাঁড়িয়ে রয়েছেন সাক্ষী নিজেও। আর এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল।