অফবিট

স্বামী-স্ত্রীর ডিজিটাল ঝগড়া! যা শুনলে হাঁসতে হাঁসতে মাটিতে লুটোপুটি খাবেন আপনিও

রাম গরুড়ের ছানা, হাসতে তাদের মানা। হাসতে না পারলে জীবনে দুঃখের শেষ নেই। হাসি মানুষকে সুস্থ রাখে। আজকাল ডাক্তারাও তাদের রোগীকে হাসি খুশি থাকার পরামর্শ দিয়ে থাকেন শহর অঞ্চলের সাথে সাথে শহর তরিত এখন দেখা যায় লাভ টার ক্লাব যারা নিয়মিত প্রাণ খুলে হাসেন না, তাদের নানান রকম শারীরিক ও মানসিক সমস্যা ঘিরে ধরে তাই হাসিখুশি থাকা সু চারিত্রিক বৈশিষ্ট্যের সাথে সাথে স্বাস্থ্যের জন্য খুব উপকারী
বর্তমানে ঘরে ঘরে দেখা যায় হাইপারটেনশন হাই ব্লাড প্রেসার এর রোগী রাতে স্লিপিং পিল না হলে খুন আসে না অর্ধেকেরও বেশি মানুষের হাসি এই ধরনের হতাশা বা মানসিক চাপের মত রোগকে দূরে রাখে মনকে সবসময় একটা ইতিবাচক ভাইব্রেশন দেয়। যার কারণে সদা হাসিখুশি মানুষের আশেপাশের লোকজনও খুশি থাকে। তাই আজ আমরা চেষ্টা করেছি কিছু মজার জোকস দিয়ে আপনাদের মনকে হাসিখুশিতে ভরিয়ে তোলার

■ সেদিন আর বেশি দূরে নেই যেদিন স্বামী-স্ত্রীর মধ্যে ডিজিটাল ঝগড়া হবে। থাকলো তার কিছু ঝলক
বউ- জানিনা কোন কুক্ষণে তোমার ফ্রেন্ড রিকোয়েস্টটা একসেপ্ট করেছিলাম।
স্বামী- আমার মাথায় কালিদাস ভর করেছিল যে তোমার ডিপিতে নাইস বলে কমেন্ট করেছিলাম।
 স্ত্রী- মরণ, তোমার শকুনের মত চেহারাতে কি দেখে যে হ্যান্ডসাম কমেন্ট করেছিলাম কে জানে। চোখ বোধহয় অন্ধ হয়ে গিয়েছিল।
স্বামী- সেই সময় আনফ্রেন্ড করে দিলে ল্যাঠা চুকে যেত।
স্ত্রী- সেদিন কেন যে তোমায় ব্লক করে দেইনি তার জন্য আজ আফসোস হয়।

> মহিলা- ডাক্তারবাবু, আমার স্বামী রাতে ঘুমের মধ্যে বকবক করেন। এখন আমি কি করবো?
 ডাক্তার- ওনাকে দিনের বেলায় সামান্য হলেও কথা বলার সুযোগ দিন!

> নিজের দেহাতি শরীরের দিকে তাকিয়ে স্ত্রী তার স্বামীকে বলছেন… 
স্ত্রী- বিয়ের আগে আমার কোমরটা কোকাকোলার বোতলের মত ছিল। এই শ্বশুরবাড়িতে আসার পর, দিন দিন সেটা খারাপ হয়ে গেছে।
স্বামী- না না, এখনো কোকাকোলার বোতলের মতোই আছে। পার্থক্য শুধু এইটাই যে, বোতলের মাপটা পাল্টেছে। আগে ৩০০ মিলির বোতল ছিল এখন হয়েছে দু লিটার।

জুন মাসের দুপুরবেলায় এক বয়ফ্রেন্ড ও গার্লফ্রেন্ডের কথোপকথন।
> গার্লফ্রেন্ড – তোমার জন্য আমি মরে যেতেও রাজি আছি। তোমার সাথে দেখা করার জন্য আমি আগুনের উপর দিয়ে হেঁটে যেতে পারি।
বয়ফ্রেন্ড – আমি তোমাকে অনেক ভালোবাসি। তুমি কি এখন আমার সঙ্গে একটু দেখা করতে পারবে?
গার্লফ্রেন্ড – তুমি কি পাগল! এই দুপুর বেলায় কেউ বাড়ি থেকে বের হয়? সূর্যের কি তাপ দেখছো না? কালো হয়ে যাব!

(বিষয়বস্তু গুলি শুধুমাত্র পাঠককে আনন্দ দেওয়ার জন্য। কাউকে উপহাস করা বা অবজ্ঞা করা আমাদের উদ্দেশ্য নয়।) 

Related Articles