নিউজ

500 Rupee Note: আপনার কাছে থাকা ৫০০ টাকার নোটে আছে কি তারা চিহ্ন? তাহলে জেনে নিন এ ব্যাপারে কি বলছে RBI

বর্তমানের মূল্যবৃদ্ধির বাজারে যেকোনো জিনিসের দাম বাড়ছে তরতরিয়ে। আর এই পরিস্থিতিতে মাথায় হাত সাধারণের। এক্ষেত্রে সাধারণের ঐ নির্দিষ্ট নির্ধারিত আয়ে যদি জালি নোটের পরিমাণ বৃদ্ধি পেতে থাকে, তাহলে খেই হারিয়ে যায় তাদের। ভীতও হন কিছুটা। কদিন ধরেই সোশ্যাল মিডিয়ার পাতায় ৫০০ টাকার একধরনের নোটের ঝলক ভাইরাল হয়েছে, যা নকল নোট বলেই দাবি করেছেন একাংশ। এই মুহূর্তে সেই প্রসঙ্গেই বিবৃতি প্রদান করেছে খোদ আরবিআই।

বর্তমানে মিডিয়ার পাতায় যে ৫০০ টাকার নোটের ঝলক ভাইরাল হয়েছে সেখানে নোটের উপর থাকা সংখ্যা ও ইংরাজি অক্ষরের মাঝে ‘তারা’ চিহ্ন দেখা যাচ্ছে। আর এই ঝলক দেখে একাংশ এটিকে নকল নোট বলেই দাবি করেছেন। তবে এটি যে তাদের ভুল ধারণা, সেকথাও পরিষ্কার করে দিয়েছে আরবিআই। তারা স্পষ্টভাবে জানিয়েছে, ৫০০ টাকার নোটে তারা চিহ্ন থাকা বৈধ। ২০০৬ সাল থেকেই এটিকে বৈধ হিসাবে ঘোষণা করেছিল আরবিআই। আপাতত সেই প্রসঙ্গ নিয়েই মিডিয়ার পাতায় চর্চা তুঙ্গে।

এই প্রসঙ্গে আরবিআইয়েই তরফ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে, ছাপানো ভুল নোটের পরিবর্তে যে নোট ছাপানো হয় তার নম্বর প্যানেলেই তারা চিহ্ন যুক্ত করা হয়। নোটের নম্বর ও ইংরাজি অক্ষরের মাঝেই এই তারা চিহ্ন যুক্ত করা হয় বলেই জানিয়েছেন তারা।

খরচ কমাতেই এই ধরনের প্রয়াস নিয়েছিল রিজার্ভ ব্যাঙ্ক। তবে এই পুনর্মুদ্রিত নোটকে নিয়ে সাধারণের একাংশের মাঝে যে দ্বন্দ্ব কিংবা অসন্তোষ দেখা দিয়েছিল, তা ইতিমধ্যেই দূর করে দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক। এই তারা চিহ্নের নোট যে পুরোপুরি বৈধ, সেকথা স্পষ্ট হওয়ার পর বেশ কিছুটা চিন্তামুক্ত সাধারণেরাও।

Related Articles