বিনোদন

সেই সময়ের বলিউডের সেরা, ‘লাল দুপাট্টা’ ওয়ালী নায়িকাকে মনে আছে? এখন কার চেহারা না দেখলে মিস করবেন! দেখুন তার সুন্দর ছবি

৯০ এর দশকে বলিউড ছিল তার একেবারে চরম মাত্রায় এবং সেই সময়ে বলিউডে বহু অভিনেত্রী এসেছেন এবং গিয়েছেন। কোন কোন সিনেমাতে ভালো অভিনয় করলেও পরবর্তীতে তাদের ক্যারিয়ার ভালোভাবে সাফল্য লাভ করতে পারেনি। আবার কেউ কেউ তাদের অভিনয়ের জীবনে ব্যাপক সাফল্য পেয়েছেন। আবার এমনও অনেক অভিনেত্রী আছেন যারা প্রথমদিকে সাফল্য পেলেও পরবর্তীতে একেবারেই উধাও হয়ে যান বলিউড দুনিয়া থেকে। সেরকমই একজন অভিনেত্রী হলেন ঋতু শিবপুরি। ৯০ এর দশকে গোবিন্দার বিপরীতে একটি জনপ্রিয় ছবিতে অভিনয় করেছিলেন তিনি। সেই ছবিতে লাল দুপাট্টা ওয়ালী গানটিতে তার পারফর্মেন্স রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠে। এই ছবির মাধ্যমেই ব্যাপক সাফল্য পেয়ে যান ঋতু।

এরপর কয়েকটি বলিউড ছবিতে তিনি কাজ করেছিলেন বটে কিন্তু বলিউড জগত তাকে খুব একটা পছন্দ করত না। আসলে বলিউডি সংস্কৃতি নিয়ে তার বিরূপ মনোভাব ছিল এবং সেই কারণে বলিউডে তিনি বেশিদিন টিকতে পারেননি। বলিউডে কাজ পাওয়ার জন্য প্রডিউসারদের সঙ্গে কফি অথবা ডেটে যেতে হয় এটা অনেকেই শুনে থাকবেন।

সেই সময়ের বলিউডের সেরা, ‘লাল দুপাট্টা’ ওয়ালী নায়িকাকে মনে আছে? এখন কার চেহারা না দেখলে মিস করবেন! দেখুন তার সুন্দর ছবি

এই কালচার নিয়েই ঋতুর সমস্যা ছিল। এরকম বহু মুহূর্ত ফেস করার পরে তিনি বলিউডে কাজ না করার সিদ্ধান্ত নেন। এই ঘটনার কিছুদিন পর ঋতু বিয়ে করে ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে বেরিয়ে যান। বহু বছর তিনি তার সংসার জীবনে ব্যস্ত ছিলেন। কিন্তু তারপর মাত্র কয়েক বছর আগে একটি টিভি সিরিয়ালের মাধ্যমে তিনি আবার ফিরে আসার চেষ্টা করেন।

সেই সময়ের বলিউডের সেরা, ‘লাল দুপাট্টা’ ওয়ালী নায়িকাকে মনে আছে? এখন কার চেহারা না দেখলে মিস করবেন! দেখুন তার সুন্দর ছবি

কিন্তু সেখানেও তার সমস্যা হতেই থাকে। তিনি কখনোই তেমনভাবে অভিনয় করতে পারেননি। তিনি যখন শুটিং করতে যেতেন তখন অনেক সময় তার রাত হতো। তখন তার স্বামী এবং তার সন্তানরা ঘুমিয়ে পড়তেন। আবার সকালে যখন তিনি উঠছেন, তখন স্বামী ও তার সন্তানরা কাজের জায়গায় চলে গেছেন। এর ফলে তিনি পরিবারকে সময় দিতে পারছেন না। তাই তিনি সিরিয়ালের জগত থেকেও বেরিয়ে আসেন। জানিয়ে রাখি ঋতু এখন একজন জুয়েলারি ডিজাইনার এবং ৪৮ বছর বয়সে তিনি এখন নিজের ব্যবসা পুরোদমে শুরু করে দিয়েছেন। তিনি সোশাল মিডিয়ায় মাঝে মধ্যেই নিজের গয়নার ডিজাইন এবং সেগুলি নিয়ে প্রচার করেন।

Related Articles