
ইলেকট্রিক স্কুটার নিয়ে নানান মতবাদ বাজারে তবে তার মাঝেও এ কথা অস্বীকার করা যায় না নিত্য যাতাযায়ে বেশ ফলপ্রসূ হয়ে উঠেছে এই স্কুটারগুলি। যেভাবে দিন দিন পেট্রোলের দাম বেড়ে চলেছে তাতে মধ্যবিত্ত পরিবারে চিন্তা দূর করেছে এই ইলেকট্রিক স্কুটার। সামনেই পুজো… আপনি যদি চান এবারের পূজোতে প্রিয় মানুষটাকে স্কুটারে করে শহর ঘোরাতে তাহলে আপনার জন্য দারুন খবর। এবার ইভি ইন্ডিয়া এক্সপো ২০২৩ এর মঞ্চে দেশীয় সংস্থা Dynamo Electric একসাথে ছয়টি অত্যাধুনিক ইলেকট্রিক স্কুটার লঞ্চের ঘোষণা করেছে। যেগুলি যেমন দারুন মাইলেজ দেবে তেমনি হবে এর পারফরম্যান্স আবার দামও থাকছে সাধ্যের মধ্যে।
মডেলের নাম- Infinity, Alpha, Smiley, RX1, RX4, VX1, HIGH SPEED MODEL -RX1, RX4, LOW SPEED MODEL-VX1,Infinity, Alpha, Smiley
RX1, RX4- কোম্পানির দাবী অনুযায়ী এর সর্বোচ্চ গতিবেগ ৬৫ কিলোমিটার। এতে দেওয়া হয়েছে ফার্স্ট চার্জিংযুক্ত লিথিয়াম ব্যাটারি যা ২ থেকে ৩ কিলোওয়াট আওয়ার আউটপুট প্রদান করবে। RX1, RX4 এর দাম রাখা হয়েছে ৮২,০০০ টাকা ৯৯০০০ টাকা।
VX1,Infinity, Alpha, Smiley- ফুল চার্জে এগুলি ২০০km পর্যন্ত ছুটতে পারবে বলেই দাবি কোম্পানির। মডেল অনুযায়ী ২-৩ কিলোওয়াট ক্ষমতার আওয়ার লিথিয়াম আয়ন ব্যাটারি মিলবে এতে। স্কুটারগুলির এক্স শোরুম মূল্য শুরু হচ্ছে ৫৫০০০ টাকা থেকে।
Dynamo Electric sctoor- features প্রত্যেকটি ইলেকট্রিক স্কুটার যাতে স্বল্পমূল উল্লেখ ক্রেতাদের হাতে তুলে দেওয়া যায় সেভাবেই স্কুটারগুলি ডিজাইন করেছে সংস্থাটি। এগুলিতে বিশেষ ফিচার হিসেবে থাকবে ব্লুটুথ স্পিকার, অ্যান্টি থেফ্ট অ্যালার্ম, ইন্টারচেঞ্জেবল ব্যাটারি অপশন, ইন্টেলিজেন্ট ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম ইত্যাদি।