লাইফ স্টাইল

ইন্টারভিউ প্রশ্নঃ গরুর চারটি আর মেয়েদের দুটি, কী জিনিষ? উত্তর শুনলে হাসি পাবে

পড়ুয়া ও চাকরি প্রার্থীদের প্রতি আমরা খুবই দায়বদ্ধকর। সেই কারণেই তো প্রায় নিয়মিত আমাদের ওয়েবসাইটের মাধ্যমে দেখতে পাচ্ছেন চাকরির পরীক্ষার বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর। আসলে বিভিন্ন সরকারি কিংবা বেসরকারি পরীক্ষা হয় বিভিন্ন রাউন্ডের মাধ্যমে। তাই সেখানে জিজ্ঞেস করা প্রশ্ন গুলির উত্তর দেওয়ার জন্য কয়েক সেকেন্ড সময় পাওয়া যায়। ঠিক তেমনই আপনাদের জন্য কয়েকটি প্রশ্ন ও তার উত্তর নিয়ে হাজির হয়েছি। প্রশ্ন গুলি দেখে আগে নিজে উত্তর দেওয়ার চেষ্টা করুন। না পারলে তার নিচেই দেওয়া থাকবে উত্তর।

১) ভারতের প্রথম কোন রাজ্যে পারমাণবিক বিদ্যুৎ চুল্লি তৈরী করে বাণিজ্যিক ভাবে কাজ শুরু করেছিল?

উত্তর : গুজরাট

২) শিশু সুরক্ষা, নিরাপত্তা এবং শিশু কল্যাণ সম্পর্কিত আঞ্চলিক সেমিনারের উদ্বোধন করেছেন কে?

উত্তর – বর্তমান ভারত সরকারের মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী স্মৃতি জুবিন ইরানি

৩) ২০২৩ সালের যে এশিয়ান গেমস হতে চলেছে সেখানে ভারতীয় বক্সিং দলের প্রতিনিধিত্ব করবেন কে ও কত জন সদস্য দলে জায়গা পেয়েছে?

উত্তর: ১৩ সদস্যের বক্সিং দল তৈরী হয়েছে যার নেতৃত্ব দেবে নিখাত জারিন এবং লভলিনা বোরগোহাইন।

৪) BOB Financial Solutions-এর ৪৯% শেয়ার কোন ব্যাঙ্ক বিক্রি করতে চলেছে?

উত্তর – ব্যাংক অফ বারোদা।

৫) ইন্টারভিউ প্রশ্নঃ গরুর চারটি আর মেয়েদের দুটি আছে, জিনিসটা কী?

উত্তর – পা

৬) ২০২৩ SAFF কাপ চ্যাম্পিয়ন হলো কোন দেশ?

উত্তর – ভারত।

৭) সম্প্রতি কে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের পুরুষ দলের নির্বাচক কমিটির চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হলেন?

উত্তর – অজিত আগরকার।

৮) ২০২৩ সালের ASSOCHAM বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলো কোন সংস্থা?

উত্তর – ন্যাশনাল মিনারেল ডেভলপমেন্ট কর্পোরেশন (NMDC)

৯) MDMA ওষুধ অনুমোদন করেছে কোন দেশ?

উত্তর – অস্ট্রেলিয়া

১০) সামরিক বিষয়ক অধিদপ্তরের অতিরিক্ত সচিব হিসেবে নিযুক্ত হলেন কে?

উত্তর – অতুল আনন্দ।

Related Articles