রচনা থেকে রুক্মিণী, কার দৌড় কতখানি? রইল নায়িকাদের গোপন খবর

অভিনেত্রীরা খুব কম বয়সে অভিনয় দুনিয়াতে পা রাখেন। ১৮ বছর বয়স হওয়ার আগেই শুরু হয়ে যায় তাদের কেরিয়ার। কেউ কেউ তো আবার শিশু অভিনেত্রী হিসেবেও কাজ করতে শুরু করেন। ফলস্বরূপ তাদের পড়াশোনা কোথাও যেন ব্যাহত হয়। বর্তমানে ইন্ডাস্ট্রিতে অনেক নামী অভিনেত্রী রয়েছেন। তাদের মধ্যে কে কতদূর শিক্ষিত জানেন? টলিউডের সব থেকে শিক্ষিত নায়িকা কে? জেনে নিন আজ।
রচনা ব্যানার্জী (Rachana Banerjee) : শুধু বাংলা নয় ওড়িয়া ফিল্ম ইন্ডাস্ট্রিতেও রচনা একজন জনপ্রিয় নায়িকা। সিনেমা ছেড়ে এখন তিনি সঞ্চালনা এবং শাড়ি ও রূপটান সামগ্রীর ব্যবসা করছেন। তাতেও সফল সকলের প্রিয় ‘দিদি নাম্বার ওয়ান’। তার পড়াশোনার ব্যাপারে খুব বেশি কিছু জানা যায় না। তবে তিনি স্নাতক পাস বলে শোনা গিয়েছে।
শুভশ্রী গাঙ্গুলী (Subhashree Ganguly) : ইন্ডাস্ট্রিতে খুব কম বয়সে পা রেখেছিলেন শুভশ্রী। তিনি অভিনয়ের পাশাপাশি পড়াশোনাতেও বেশ ভালো ছিলেন। নায়িকা হয়েছেন বলে পড়াশোনা মাঝপথে ছেড়ে দেননি শুভশ্রী। উচ্চ শিক্ষার জন্য তিনি ম্যানেজমেন্ট নিয়ে স্নাতকে ভর্তি হন। তার কাছে স্নাতকের ডিগ্রী রয়েছে।
ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta) : ৯০ এর দশকের সুন্দরী নায়িকা ঋতুপর্ণাও কিছু কম শিক্ষিত নন। তিনি অভিনয়ের পাশাপাশি পড়াশোনাতেও খুব মেধাবী ছিলেন। কলকাতার বিখ্যাত লেডি ব্রোবোর্ন কলেজ থেকে তিনি ইতিহাসে স্নাতক হন।
নুসরত জাহান (Nusrat Jahan) : বর্তমান সময়ের এই সুন্দরী অভিনেত্রীও কম বয়সে অভিনয় দুনিয়াতে পা রেখেছিলেন। কিন্তু তিনি পড়াশোনা ছেড়ে দেননি। অভিনয়ের পাশাপাশি স্নাতক ডিগ্রি অর্জনের জন্য তিনি ভবানীপুর কলেজ থেকে বিকম পাশ করেছেন।
শ্রাবন্তী চ্যাটার্জী (Srabanti Chatterjee) : খুব কম বয়সী শিশু শিল্পী হিসেবে অভিনয় দুনিয়াতে পা রাখেন শ্রাবন্তী। তার পড়াশোনার বিষয়ে খুব বেশি কিছু জানা যায় না। তিনি নাকি স্কুল পাশ করার আগেই অভিনয় দুনিয়াতে পা রেখেছিলেন। তারপর তিনি পড়াশোনা এগিয়ে নিয়ে গিয়েছেন কিনা জানা নেই।
কোয়েল মল্লিক (Koel Mallick) : টলিউডের শিক্ষিত অভিনেত্রীদের মধ্যে কোয়েলও রয়েছেন। তিনি সাইকোলজি নিয়ে গোখেল মেমোরিয়াল কলেজ থেকে পড়াশোনা করেন। আসলে তাড়াহুড়ো করে নয়, নিজের পড়াশোনা শেষ করে তবেই অভিনেত্রী হওয়ার স্বপ্ন পূরণ করার অনুমতি বাবা রঞ্জিত মল্লিকের থেকে পেয়েছিলেন কোয়েল।
রুক্মিণী মৈত্র (Rukmini Maitra) : টলিউডের সব থেকে শিক্ষিত অভিনেত্রী বলা যেতে পারে রুক্মিণীকে। তার শিক্ষাগত যোগ্যতা সত্যিই অবাক করবে। তিনি কলকাতার লরেটো কলেজ থেকে পড়াশোনা করেছেন। তার কাছে এমবিএ ডিগ্রী রয়েছে।