শীঘ্রই বাজবে বিয়ের সানাই, সাত পাকে বাঁধা পড়বেন ‘রানী রাসমনি’ -এর গদাধর-সারদামণি

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘করুণাময়ী রানী রাসমণি’। বিগত তিন বছর ধরে সম্প্রচারিত হওয়া এই ধারাবাহিকটি দর্শকদের প্রচুর ভালোবাসা লাভ করেছে। প্রত্যেকটি চরিত্র যেন ফুটে উঠেছে নিখুঁতভাবে। সেরকমই একটি চরিত্র গদাই ঠাকুর, তার অভিনয় এতোটাই সুন্দর যে তাকে যেন চোখে হারান দর্শকেরা। তার আসল নাম সৌরভ, এক কথায় বলতে গেলে দক্ষ অভিনেতার পরিচয় দিয়েছেন তিনি।
অন্যদিকে বাস্তব জীবনে বিয়ের মরশুমের মাঝে এই ধারাবাহিকেও বেজে উঠলো সানাইয়ের সুর। আর কেউ নন, বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন গদাধর ও সারদামণি। জানা গিয়েছে নতুন বছরে ৪ই জানুয়ারী থেকে ১১ই জানুয়ারী এই বিবাহপর্ব দেখানো হবে। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে বিয়ের কিছু দৃশ্য। যেখানে দেখা যাচ্ছে আলোক শোভাযাত্রায় চলেছে বরযাত্রীর দল।
অন্যদিকে নিজের বিয়েতে নাচতে নাচতে মেয়ের বাড়ি পৌঁছায় গদাধর। যা দেখে একপ্রকার অবাক হয়ে যান সারদার মা-বাবা। যদিও পরে হাসি মুখেই বরণ করা হয় তাকে। তবে সবাই যখন বরণে ব্যস্ত, ঠিক তখনই দরজার আড়াল থেকে বরকে দেখার চেষ্টা করে সারদা। সোশ্যাল মিডিয়ায় এই দৃশ্য বর্তমানে ভাইরাল হয়েছে। ধারাবাহিকে আগামী দিনে দেখানো হবে এগুলি।
নেট দুনিয়ায় পোস্ট করার পর প্রচুর কমেন্ট ও রিয়্যাক্ট করেছেন দর্শকেরা। সবাই এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন সারদা ও গদাধরের বিবাহ দেখার জন্য। আপাতত বিবাহের বিশেষ পর্ব সম্প্রচারের জন্য অপেক্ষা করতে হবে আর কয়েকদিন।