হনুমানকে খাবার দিতে গিয়ে ঘটলো চরম বিপত্তি, যুবতীর জামা টেনে ধরলো হনুমান, তুমুল ভাইরাল ভিডিও

বর্তমানে সোশ্যাল মিডিয়ার যুগ। তাই কোনো ঘটনা ঘটলে সেই মূহুর্তটি ক্যামেরাবন্দী করতে কেউ ভোলেনা। যেহেতু এখন সকলের কাছে রয়েছে স্মার্টফোন তাই ভিডিও করতে ব্যস্ত থাকেন সবাই। আর তারপর সেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার সঙ্গে সঙ্গে ভাইরাল হয়ে যায়। একের পর এক শেয়ারের ফলে সেই ভিডিও পৌঁছে যায় আরও অনেক মানুষের কাছে৷
যারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন বা কোনো প্ল্যাটফর্মে আছেন তারা ভাইরাল নামক শব্দটির সঙ্গে বহুল পরিচিত। আর তাই বর্তমান জীবনে অবসর সময়ের সঙ্গী এখন স্মার্টফোন। আর সেই স্মার্টফোনের যেকোনো সোশ্যাল হ্যান্ডেলে আমরা প্রায়শই ভাইরাল ভিডিও দেখে থাকি। সেখান যেমন ভাইরাল হয় নানান পশুপাখির কান্ডকারখানার ভিডিও, তেমনি মানুষের নানান কার্যকলাপের ভিডিও আমরা ভাইরাল হতে দেখি।
সম্প্রতি এরকমই একটি বাঁদরের ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওটিতে বাঁদরের কার্যকলাপ দেখে অনেকেই অবাক হয়েছেন। পশুপাখিরা তাদের নিজেদের মনের ভাব মানুষের মতন করে প্রকাশ করতে না পারলেও তাদের আচার-আচরণ দেখলে তা স্পষ্ট হয়। সম্প্রতি ভাইরাল ভিডিওটিতে এমনই ঘটেছে। ঘটনাটি রাজ্যের দক্ষিণেশ্বর মন্দিরের।
একজন যুবতী দক্ষিণেশ্বরের কালি মায়ের মন্দিরে পুজো দিয়ে যাচ্ছিলেন। তার সামনে একটি বাঁদর বসে থাকায় তাকে কিছু প্রসাদ দেন যুবতীটি। এরপর যুবতী ওই স্থান থেকে হাঁটা শুরু করলে বাঁদরটি তার প্রসাদ শেষ করে ফের যুবতীর হাত ধরে টান দেয়। অর্থাৎ বাঁদর বলতে চাইছে তাকে আরও প্রসাদ দিতে। এরপর যুবতী বাকি প্রসাদ বাঁদরটিকে দিলে বাঁদরটি শান্ত হয়ে বসে। বাঁদরের এই ভিডিও এখন ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।