অফবিটরাশিফল

১৬ জানুয়ারী ২০২১ শনিবার, রাশি অনুযায়ী আজকের ভাগ্যফল

মেষ রাশিঃ শারীরিক দিক দিয়ে আজ আপনার মোটেই ভালো কাটবে না। চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

বৃষ রাশিঃ গৃহ সংস্কারে আজ আপনার প্রচুর ব্যয় হওয়ার সম্ভাবনা রয়েছে। ভাবনাচিন্তা করে খরচ করার চেষ্টা করুন।

মিথুন রাশিঃ যারা গবেষণার কাজে যুক্ত তাদের জন্য আজকের দিনটি খুবই শুভ। সাফল্য লাভ করবেন।

কর্কট রাশিঃ নিজের কাজের প্রতি আজ আপনার বিতৃষ্ণা দেখা দিতে পারে। নিজেকে সংযত রাখা একান্ত জরুরি।

সিংহ রাশিঃ কর্মক্ষেত্রে আজকের দিনটি আপনার খুবই শুভ। দক্ষতার জন্য সুনাম অর্জন করতে পারবেন।

কন্যা রাশিঃ আজকের দিনটি আপনার বেশ অন্যরকম কাটতে চলেছে। আত্মীয় সমাগম ঘটার সম্ভাবনা রয়েছে।
 
তুলা রাশিঃ আর্থিক দিক দিয়ে আজ আপনার বিশেষ ভালো কাটবে। সঞ্চয় বৃদ্ধি পেতে পারে জীবনে।

বৃশ্চিক রাশিঃ কোনো কারণে আজ আপনার জীবনে প্রতিবেশী বিবাদ ঘটতে পারে। আলোচনা করে মিটিয়ে নেওয়া জরুরি।

ধনু রাশিঃ পারিবারিক ভাবে আজ আপনার খুব একটা ভালো কাটবে না। ভাতৃবিরোধ দেখা দিতে চলেছে।

মকর রাশিঃ হঠাৎ করেই আজ আপনার জীবনে কিছু সমস্যা দেখা দিতে পারে। হতাশ না হয়ে সমাধান করার চেষ্টা করুন।

কুম্ভ রাশিঃ নিজের কাজে আজ আপনি বন্ধুদের সহায়তা লাভ করতে পারেন। ফলে সাফল্য লাভের সম্ভাবনা বাড়বে।

মীন রাশিঃ কাছের মানুষের সাথে আজ আপনার মনোমালিন্য দেখা দিতে পারে। আলোচনা করে মিটিয়ে নিন।
 

Related Articles