
মেষঃ যন্ত্রাংশ থেকে আজ আপনার ভীষণ বিপদ হওয়ার সম্ভাবনা রয়েছে। সাবধানতা অবলম্বন করা একান্ত জরুরি।
বৃষঃ কোনো কারণে আজ আপনার মধ্যে আত্মগ্লানি দেখা দিতে চলেছে। অন্যান্য দিক দিয়ে দিনটি ভালোই কাটবে।
মিথুনঃ পুরনো কোনো আশা আজ পূরণ হওয়ার সম্ভাবনা প্রবল মা ভবানীর আশীর্বাদে। যার ফলে মানসিক দিক দিয়ে দিনটি খুবই ভালো কাটবে।
কর্কটঃ কর্মক্ষেত্রে আজ হঠাৎ করেই আপনার পরিশ্রম বৃদ্ধি পেতে চলেছে। মনোযোগ সহযোগে নিজের কাজ করুন।
সিংহঃ অর্থনৈতিক দিক দিয়ে আজকের দিনটি আপনার মোটেই ভালো কাটবে না। ঋণের সম্ভাবনা দেখা দিতে পারে।
কন্যাঃ গৃহ সংস্কারে আজ আপনার অর্থ ব্যয় হতে পারে। তবে সবমিলিয়ে দিনটি ভালোই কাটতে চলেছে।
তুলাঃ আজকের দিনটি আপনার বেশ অন্যরকম কাটতে চলেছে। জীবনে চাকুরী প্রাপ্তির সুযোগ আসবে।
বৃশ্চিকঃ কর্মক্ষেত্রে আজকের দিনটি আপনার বিশেষ ভালো কাটবে। কর্মে প্রশংসিত হতে চলেছেন।
ধনুঃ আজ আপনার জীবনে বিদেশ যাত্রার সুযোগ আসতে চলেছে। যার ফলে সবমিলিয়ে দিনটি খুবই ভালো কাটবে।
মকরঃ আর্থিক দিক দিয়ে আজ আপনার বিশেষ ভালো কাটবে না, অর্থদণ্ড হতে পারে। হতাশ না হয়ে সমস্যার সমাধান করুন।
কুম্ভঃ কুম্ভ রাশির ওপর মা ভবানীর আশীর্বাদ, ক্রীড়াবিদদের জন্য আজকের দিনটি খুবই শুভ। ক্রীড়ায় সাফল্য লাভ করার সুযোগ আসতে পারে।
মীনঃ কাছের মানুষদের সাথে বনিবনার অভাব হওয়ায় সমস্যা দেখা দিতে পারে। আলোচনা করে মিটিয়ে নিন।