জ্যোতিষ-শাস্ত্র মতে আজকের রাশিফল, ২৬শে ডিসেম্বর ২০২০ শনিবার

মেষঃ আজ আপনার মধ্যে লাম্পট্য স্বভাব বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। সৎ থাকার চেষ্টা করা জরুরি।
বৃষঃ শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি বিশেষ ভাবে শুভ হবে। প্রতিযোগিতায় সাফল্য অর্জন করবেন।
মিথুনঃ পারিবারিক ভাবে আজ আপনার মোটেই ভালো কাটবে না। পত্নী পীড়ায় উদ্বেগ বাড়তে পারে। ভেবেচিন্তে পদক্ষেপ নেওয়া জরুরি।
কর্কটঃ কর্মক্ষেত্রে আজ আপনার স্থান পরিবর্তন করে নতুন স্থানে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সবমিলিয়ে দিনটি ভালোই কাটবে।
সিংহঃ আজকের দিনটি আপনার জন্য খুবই শুভ। নতুন কিছুর প্রাপ্তি ঘটতে পারে। ফলে মানসিক সুখ উপভোগ করবেন।
কন্যাঃ কলাকুশলীদের জন্য আজকের দিনটি খুবই ভালো কাটবে। কলার অনুশীলন ঘটবে ও সুপ্ত প্রতিভার প্রকাশ পাবে।
তুলাঃ অশুভ চিন্তার কারণে মানসিক কষ্ট দেখা দিতে পারে। তাই শুভ ভাবনাচিন্তা করার চেষ্টা করুন, ভালো হবে।
বৃশ্চিকঃ অর্থনৈতিক দিক দিয়ে আজ আপনার খুবই ভালো যাবে। আর্থিক শ্রী বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।
ধনুঃ অবৈধ প্রণয়ের কারণে সমস্যার সম্মুখীন হতে পারেন। ভাবনা চিন্তা করে পদক্ষেপ নেওয়া জরুরি।
মকরঃ আজ আপনার মধ্যে ব্যভিচারের যোগ রয়েছে। যার ফলে প্রবল সমস্যার সম্মুখীন হতে পারেন, নিজেকে সংযত রাখার চেষ্টা করুন।
কুম্ভঃ আজ আপনার প্রণয়ে বিঘ্ন ঘটতে পারে। যার ফলে প্রেম সংক্রান্ত বিষয়ে সমস্যার সম্মুখীন হতে পারেন।
মীনঃ প্রতিবেশীর সাথে বিবাদের জেরে মানসিক দিক দিয়ে অখুশি থাকতে পারেন। আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করুন।