২৮শে ডিসেম্বর ২০২০ সোমবার, রাশি অনুযায়ী আজকের ভাগ্যফল

মেষঃ যারা পরিবহন ব্যবসায় যুক্ত তাদের জন্য আজকের দিনটি খুব একটা ভালো নয়। ক্ষতি দেখা দিতে পারে।
বৃষঃ শারীরিক দিক দিয়ে আজকের দিনটি আপনার মোটেই ভালো কাটবে না। দন্ত পীড়ায় কষ্ট পেতে পারেন।
মিথুনঃ আজ আপনি মানসিক দিক দিয়ে অপ্রত্যাশিত আঘাত পেতে চলেছেন। দিনটি মোটের উপর ভালো কাটবে।
কর্কটঃ শারীরিক দিক দিয়ে আজ আপনার খুব একটা শুভ নয়। কোনো কারণে অস্ত্রোপচারের যোগ দেখা দিতে পারে।
সিংহঃ যারা গবেষণার কাজে যুক্ত তাদের জন্য আজকের দিনটি খুবই শুভ। সাফল্য লাভ করতে পারবেন।
কন্যাঃ আজ আপনার জীবনে হঠাৎ কিছু প্রাপ্তি ঘটতে পারে। যার ফলে মানসিক দিক দিয়ে খুবই ভালো থাকবেন।
তুলাঃ কাছের মানুষের দ্বারা আজ আপনি অপবাদ পেতে পারেন। সঠিক সত্য সামনে আনার চেষ্টা করুন।
বৃশ্চিকঃ যারা রাজনীতির সাথে যুক্ত তাদের জন্য আজকের দিনটি খুব একটা ভালো কাটবে না। রাজনৈতিক ভয় দেখা দেবে জীবনে।
ধনুঃ পুরনো কোনো হতাশা থেকে আজ আপনি মুক্তি পেতে পারেন। ফলে দিনটি বিশেষ ভালো কাটতে পারে।
মকরঃ পারিবারিক ভাবে আজ আপনার খুবই ভালো কাটবে। বাড়িতে স্বজন সমাগম ঘটার সম্ভাবনা রয়েছে।
কুম্ভঃ যারা শেয়ার ব্যবসার সাথে যুক্ত তাদের জন্য আজকের দিনটি শুভ নয়। আর্থিক ক্ষতি দেখা দিতে চলেছে।
মীনঃ হঠাৎ করেই আজ আপনার জীবনে প্রিয়জন সঙ্গ লাভ হতে পারে। ফলে দিনটি বেশ ভালো কাটবে।