২রা জানুয়ারী ২০২১ শনিবার, রাশি অনুযায়ী আজকের ভাগ্যফল

মেষঃ আজকের দিনটি আপনার খুবই ভালো কাটবে। কর্মক্ষেত্রে স্বীকৃতি লাভ করার প্রবল সম্ভাবনা রয়েছে।
বৃষঃ শারীরিক দিক দিয়ে আজ আপনার বেশ ভালো কাটবে। চিকিৎসার ফলে উন্নতি দেখা দিতে পারে।
মিথুনঃ কোনো কারণে আজ আপনার বিশেষ ভাবে ভালো কাটবে না। মানসিক দুঃখভোগ করতে পারেন।
কর্কটঃ কর্মক্ষেত্রে আজ আপনার মোটেই ভালো কাটবে না। পদোন্নতিতে বাধা আসতে পারে। সমস্যা সমাধানের চেষ্টা করুন।
সিংহঃ আর্থিক দিক দিয়ে আজকের দিনটি মোটেই ভালো কাটবে না। অযথা ব্যয় হওয়ার সম্ভাবনা রয়েছে।
কন্যাঃ চৌর্যহেতু আজ আপনার ধননাশ হওয়ার সম্ভাবনা তৈরি হবে। সাবধানতা অবলম্বন করা ভীষণভাবে জরুরি।
তুলাঃ আজ কোনো কারণে আপনার মধ্যে মানসিক ক্ষোভ প্রকাশ পেতে পারে। নিজেকে সংযত রাখার চেষ্টা করুন।
বৃশ্চিকঃ কর্মক্ষেত্রে আজ কাছের মানুষদের সহায়তা লাভ করতে পারেন। এর ফলে সাফল্য লাভের সম্ভাবনা তৈরি হবে।
ধনুঃ পারিবারিক দিক থেকে আজ আপনার মোটেই শুভ নয়। পরিবারের সদস্যদের সাথে মতান্তর দেখা দিতে পারে।
মকরঃ কোনো কারণে আজ কাছের মানুষদের থেকে অপবাদ পাওয়ার সম্ভাবনা তৈরি হবে। হতাশ না হয়ে তা সমাধান করুন।
কুম্ভঃ আজ বিশেষ কোনো কারণে অপ্রীতিকর পরিস্থিতির শিকার হতে পারেন। মানসিক দিক থেকে প্রস্তুত থাকা জরুরি।
মীনঃ হঠাৎ করেই আজ আপনার উদ্বেগ বৃদ্ধি পেতে পারে। মানসিক দিক দিয়ে দিনটি বিশেষ ভালো কাটবে না।