
মেষঃ যারা ব্যবসার সাথে যুক্ত তাদের জন্য আজকের দিনটি মোটেই সুখকর নয়। ব্যবসায় মন্দাভাব দেখা দেবে।
বৃষঃ আজ আপনার মধ্যে হঠাৎ করেই পরোপকার ধর্ম প্রকাশ পেতে পারে। যার ফলে মানসিক শান্তি উপভোগ করবেন।
মিথুনঃ কোনো কারণে আজ নায্য প্রাপ্তিতে বিঘ্ন ঘটার সম্ভাবনা প্রবল। তবে হতাশ না হয়ে সমস্যা সমাধানের চেষ্টা করুন।
কর্কটঃ অর্থনৈতিক দিক দিয়ে আজ আপনার বিশেষ ভালো কাটতে পারে। সঞ্চয় বৃদ্ধি পেতে চলেছে।
সিংহঃ কাছের মানুষের কোনো কারণে মনোমালিন্য দেখা দিতে পারে। আলোচনা করে মিটিয়ে নিন।
কন্যাঃ পারিবারিক ভাবে আজ আপনার খুব একটা ভালো কাটবে না। পত্নী পীড়ায় চিন্তা দেখা দিতে পারে।
তুলাঃ কর্মক্ষেত্রে আজকের দিনটি আপনার বিশেষ ভালো কাটতে পারে। কর্মে সুখ্যাতি লাভ করবেন।
বৃশ্চিকঃ আর্থিক দিক দিয়ে আজ আপনার দিনটি মোটেই ভালো কাটবে না। ব্যয়াধিক্য দেখা দিতে পারে কোনো কারণে।
ধনুঃ আজ আপনার মধ্যে চঞ্চলতা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা প্রবল। নিজেকে সংযত রাখার চেষ্টা করুন।
মকরঃ কাছের মানুষদের সাথে কোনো কারণে আপনার ভুল বোঝাবুঝি হতে পারে। কথা বলে মিটিয়ে নিন।
কুম্ভঃ হঠাৎ করেই আজ আপনার জীবনে নিরানন্দ ভাব বৃদ্ধি পেতে চলেছে। হতাশ না হয়ে ভালো থাকার চেষ্টা করুন।
মীনঃ কোনো বিশেষ কারণে আজ আপনার দুশ্চিন্তা বৃদ্ধি পেতে পারে। কাছের মানুষদের সাথে আলোচনা করুন।