অফবিটরাশিফল

৮ই জানুয়ারী ২০২১ শুক্রবার, রাশি অনুযায়ী আজকের ভাগ্যফল

মেষঃ অর্থনৈতিক দিক দিয়ে আজকের দিনটি আপনার বিশেষ ভালো কাটবে। পুরনো ঋণ পরিশোধ হবে।

বৃষঃ আজকের দিনটি আপনার বিশেষ ভালো কাটার সম্ভাবনা রয়েছে। তীর্থ ভ্রমণ যোগ দেখা দেবে জীবনে।

মিথুনঃ হঠাৎ করেই আজ আপনার জীবনে প্রতিবেশী বিবাদ দেখা দিতে পারে। আলোচনা করে মিটিয়ে নিন।

কর্কটঃ কর্মক্ষেত্রে আজ আপনি প্রশিক্ষণ লাভ করতে চলেছেন। যার ফলে সাফল্য অর্জনের সুযোগ তৈরি হবে।

সিংহঃ কোথাও যাত্রা করতে গেলে হঠাৎ বিঘ্ন দেখা দিতে পারে। হতাশ না হয়ে পুনরায় যাত্রা শুরু করুন।

কন্যাঃ আজকের দিনটি আপনার বিশেষ ভাবে ভালো কাটতে পারে। পুরনো মনোবাঞ্ছা পূরণ হতে চলেছে।
 
তুলাঃ অর্থনৈতিক দিক দিয়ে আজ আপনার খুব একটা ভালো কাটবে না। চিকিৎসায় বহুব্যয় হতে পারে।

বৃশ্চিকঃ কর্মক্ষেত্রে কোনো কারণে আজ বিভ্রান্তি তৈরি হতে পারে। সহকর্মীদের সঙ্গে আলোচনা করে মিটিয়ে নেওয়া জরুরি।

ধনুঃ কোনো বিশেষ কারণে আজ আপনার জীবনে সন্তান পীড়া দেখা দিতে পারে। হতাশ না হয়ে সমাধানের চেষ্টা করুন।

মকরঃ ক্রীড়াবিদদের জন্য আজকের দিনটি খুবই ভালো কাটার সম্ভাবনা রয়েছে। ক্রীড়া ক্ষেত্রে সাফল্য লাভ করবেন।

কুম্ভঃ আজ আপনার মধ্যে বিশ্বাসঘাতকতা দেখা দিতে পারে। নিজেকে সংযত রাখা একান্ত প্রয়োজন।

মীনঃ হঠাৎ করেই আজ আপনি কাছের মানুষের দ্বারা প্রবঞ্চনার শিকার হতে পারেন। সাবধানতা অবলম্বন করুন।
 

Related Articles