
ইন্টারনেট ছাড়া স্মার্টফোন খানিকটা গুলি ছাড়া বন্দুকের মত। একটি স্মার্টফোনের প্রায় ৮০ শতাংশ কাজই করা যায় না যদি সেই ফোনে ইন্টারনেট কানেকশন না থাকে। গান শোনা থেকে খেলা দেখা, সিনেমা দেখা থেকে ইউটিউব, ফেসবুক বা হোয়াটসঅ্যাপে চ্যাটিং করা যাই হোক না কেন প্রয়োজন ইন্টারনেট কানেকশন অর্থাৎ ডাটা। তবে টেলিকম সার্ভিস কোম্পানিগুলি দিন দিন যেভাবে রিচার্জ প্যাকের দাম বাড়িয়ে চলছে তাতে ডাটা প্যাক রিচার্জ করা টাও সাধারণ মানুষের কাছে দুঃসাধ্য ব্যাপার হয়ে উঠছে। আমাদের দেশে এই মুহূর্তে চারটি কোম্পানি মূলত টেলিকম সার্ভিস দিয়ে থাকে। তারা হলো যথা- জিও, এয়ারটেল, ভি, এবং বিএসএনএল।
নতুন নতুন গ্রাহক ধরার জন্য এদের মধ্যে প্রতিযোগিতার অন্ত নেই। প্রত্যেকটি সংস্থাই তাদের গ্রাহকদের জন্য নিত্য নতুন রিচার্জ প্ল্যান নিয়ে আসে। কিন্তু স্বল্প মূল্যে গ্রাহকদের মধ্যে নিত্যনতুন অফার দেওয়ার ক্ষেত্রে জিও অন্যান্য সংস্থাকে টেক্কা দিয়েছে। বস্তুত, জিও প্রথম যখন মার্কেটে এসেছিল প্রায় এক বছর তারা ডাটা কানেকশন ফ্রি রেখেছিল। বর্তমানে অন্যান্য সংস্থা থেকে জিও একটু হলেও কম দামে মানুষকে ইন্টারনেট কানেকশন তথা টেলিকম সার্ভিস দিয়ে থাকে।
সম্প্রতি দেশবাসীর জন্য জিও নিয়ে এলো সেই রকমই এক ধামাকা অফার। অফারটি অত্যন্ত আকর্ষণীয় এবং সাধারণের সাধ্যের মধ্যে। সংস্থার তরফ থেকে ধামাকা অফারটির নাম দেওয়া হয়েছে “রিলায়েন্স জিও সিক্স ডেজ অফ রিচার্জ ধামাকা”। মূলত, এই ধামাকা অফারটি জিওর ৬ বছর পূর্তি উপলক্ষে আনা হয়েছে। অফারটিতে বলা হয়েছে, জিও প্রিপেইড পরিষেবার ক্ষেত্রে কোন গ্রাহক যদি ২৯৯ টাকা রিচার্জ করেন, তাহলে ওই গ্রাহক সরাসরি ঢুকতে পারবেন একটি লাকি ড্র প্রতিযোগিতায়।
এই প্রতিযোগিতার বিজয়ীকে সংস্থার তরফ থেকে দেওয়া হবে 10 লক্ষ টাকা পুরস্কার। তবে এটি নির্ভর করছে সম্পূর্ণ গ্রাহকের ভাগ্যের উপরে। দেশের প্রতিটি গ্রাহকেরই এই প্রতিযোগিতায় প্রবেশের সম্পূর্ণ সুযোগ রয়েছে। এই অফারটি সীমিত সময়ের জন্য রাখা হয়েছে। চলতি সেপ্টেম্বর মাসের ৬ তারিখ থেকে ১১ তারিখ পর্যন্ত, এই ছয় দিনের মধ্যে যারা রিচার্জ করবেন শুধুমাত্র তারাই এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন।