নিউজ

ভারত সরকারের এই প্রকল্পে প্রতেক মহিলা পাবেন ২ লাখ টাকার সুবিধা, জেনে নিন সম্পূর্ণ তথ্য

মহিলাদের আর্থিকভাবে স্বচ্ছল করতে ভারত সরকার একাধিক প্রকল্প নিয়ে এসেছে তাদের কল্যাণার্থে। একাধিক প্রকল্প এখন মানুষের মধ্যে বেশ জনপ্রিয়তা পেয়েছে। এর মধ্যেই আবারো একটি প্রকল্প নিয়ে হাজির ভারত সরকার।

এই প্রকল্পে যদি মহিলারা বিনিয়োগ করেন তাহলে তিনি ২ লাখ টাকা পর্যন্ত সুবিধা পাবেন। এই দারুন প্রকল্পের ব্যাপারে সম্পূর্ণ জানতে দেখে নিন আজকের এই প্রতিবেদন।

মহিলাদের জন্য তৈরি এই প্রকল্পের নাম আসলে MSSC, অর্থাৎ, মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট। এই প্রকল্পে ভারতের মহিলারা প্রতি মাসে টাকা জমা করতে পারেন। মোটামুটি ২০২৫ সাল পর্যন্ত এই প্রকল্পে টাকা জমা করার সুযোগ থাকছে। এই প্রকল্প শুধু মহিলাদের জন্যই নিয়ে আসা হয়েছে এবং এই প্রকল্পে মহিলারা ২ বছরের জন্য বিনিয়োগ করতে পারেন। ২ লাখ টাকা পর্যন্ত তারা বিনিয়োগ করতে পারেন এবং এই প্রকল্পে সর্বাধিক সুদের হার ৭.৫ শতাংশ।

এই প্রকল্পের উদ্দেশ্য হল দেশের মহিলাদের আর্থিক উন্নতির প্রচার করা। এক প্রতিবেদনে বলা হয়েছে, পুরুষদের তুলনায় দেশে নারীদের ঋণ পাওয়ার ও বিনিয়োগের সুযোগ খুবই কম। তাই, এই সীমিত সময়ের স্কিমের লক্ষ্য হল সঞ্চয় এবং বিনিয়োগ। মহিলাদের উন্নতির জন্য এই কিছু কাজ খুবই গুরুত্বপূর্ণ। তাই ভারত সরকার এখন এই প্রকল্প নিয়ে দারুনভাবে কাজ করছে।

Related Articles