দ্বিতীয়বার বিবাহ-বন্ধনে আবদ্ধ হলেন ইন্দ্রনীল, চাঁদের হাট বিয়ের আসরে, ভাইরাল বিয়ের অ্যালবাম

টলি ও টেলি জগতে চলা বিয়ের মরশুমে গাঁটছড়া বেঁধেছেন একাধিক তারকা জুটি। যেই তালিকায় রয়েছেন ওম-মিমি, নীল-তৃণা, ইমন-নীলাঞ্জন প্রমুখ। করোনা আবহে ঘনিষ্ঠ আত্মীয়দের উপস্থিতিতেই সম্পন্ন হয়েছে সকলের বিবাহ। সম্প্রতি এবার বিবাহবন্ধনে আবদ্ধ হলেন জনপ্রিয় তারকা জুটি ইন্দ্রনীল মল্লিক(Indranil Mullick) ও সায়ন্তনী সেনগুপ্ত(Sayantani Sengupta)।
গত ১৪ই ফেব্রুয়ারী অর্থাৎ প্রেমদিবসের দিন এক হয়ে গেলেন তারা। সমস্ত রীতিনীতি মেনে সম্পন্ন হল বিবাহ। আত্মীয় পরিজন-সহ তাদের বিয়েতে উপস্থিত ছিলেন শ্রীতমা রায়চৌধুরী (Sreetama Roychowdhury), রুকমা রায় (Rukma Roy), শ্রুতি দাস (Shruti Das), ঊষসী রায় (Ushashi Roy) প্রমুখ তারকারা। এদিন সায়ন্তনীর পরনে ছিল লাল শাড়ি ও সোনার গয়না। অন্যদিকে ইন্দ্রনীল পরেছিলেন সাদা রঙের চিকন পাঞ্জাবী।
ব্যাচেলর পার্টি, আইবুড়ো ভাত থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তাদের বিয়ের সমস্ত ছবি। এরপর তাদের শুভেচ্ছা বার্তায় ভরিয়ে তোলেন অনুগামীরা। উল্লেখযোগ্য, যদিও সায়ন্তনীর এটি প্রথম বিয়ে তবে ইন্দ্রনীলের দ্বিতীয়। কারণ, ২০১৬ সালে তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন অভিনেত্রী প্রেরণা ভট্টাচার্যের সাথে। সেই বিয়ে ভাঙার পর তিনি সম্পর্কে আবদ্ধ হন সায়ন্তনীর সাথে।
বিগত দশ বছর ধরে বাংলা টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন সায়ন্তনী। এই দীর্ঘ যাত্রায় তিনি যেমন পজিটিভ রোল পেয়েছেন, একইসাথে পেয়েছেন নেগেটিভ রোলও। যদিও দুই ক্ষেত্রেই দর্শকদের সমান ভালোবাসা পেয়েছেন তিনি। একইসাথে ইন্দ্রনীলও অভিনয় করেছেন বেশ কয়েকটি ধারাবাহিকে। রিল লাইফের পাশাপাশি এবার বাস্তব জীবনে সংসার পাতলেন তারা।