টেক নিউজনিউজ

দেশের বাজার কাঁপাতে সবথেকে সস্তায় ধামাকাদার 5G স্মার্টফোন আনল itel, দাম ১০ হাজার টাকারও কম

সময় এখন ফাইভ-জি এর। এই মুহূর্তে প্রায় প্রতিটি ফোন কোম্পানি তাদের বিভিন্ন বাজেটের ফাইভ জি ফোন লঞ্চ করে চলেছে। হাইরেঞ্জ থেকে মিড রেঞ্জ বিভাগে প্রতিটি নতুন ফোন এখন ফাইভ জি সমর্থন সহ আসছে। তবে যদি লো বাজেটের কথা বলা হয় তাহলে এখনো পর্যন্ত কিন্তু সাশ্রয়ী মূল্যের ফাইভ জি ফোন অনুপস্থিত। কিন্তু এবার সেই আশাও পূরণ হতে চলেছে… সম্প্রতি itel ভারতে ১০০০০ টাকার নিচে একটি 5g ফোন লঞ্চ করার পরিকল্পনা করছে।

itel P55 5G phone- বর্তমান সময়ে সবথেকে চর্চায় রয়েছে এই নামটি। আশা করা হচ্ছে উৎসবের মৌসুমে লঞ্চ হবে itel P55 5G phone. অর্থাৎ সেপ্টেম্বরের শেষেই ভারতের লঞ্চ হতে পারে ফোনটি। এখনো পর্যন্ত এর দাম জানা যায়নি তবে এইটুকুনি নিশ্চিত হওয়া যাচ্ছে এর দাম ১০ হাজার টাকার মধ্যেই থাকবে। ব্র্যান্ডের সিইও অরিজিৎ তলাপাত্র ইতিমধ্যে ২০২৩ সালে একটি স্মার্টফোন ৫ লঞ্চ করার ইঙ্গিত দিয়েছিলেন। আর এটি লঞ্চ হলে সংস্থাটির প্রথম ফাইভ জি ফোন হতে চলেছে এটি।

itel P55 specification: শেয়ার করার টিজার ইমেজ এর উপর ভিত্তি করে দেখা যাচ্ছে এতে থাকবে ডুয়াল ক্যামেরা। ফোনটির ডান দিকে পাওয়ার বোতাম এবং ভলিউম কি এর দেখা মিলেছে। ফোনটির আরো বিশদ তথ্য শীঘ্রই প্রকাশ করা হবে বলেই আশা করা হচ্ছে।

উল্লেখ্য itel তার এন্ট্রি লেভেল স্মার্টফোনের জন্য পরিচিত। এমনকি এটি ১২ হাজার ৯৯৯ টাকা দামের একটি বাজেট ট্যাবলেট অফার করে। বরাবর সাশ্রয়ী মূল্যের ফোন লঞ্চ করে ইতিমধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে সংস্থাটি। সম্প্রতি সংস্থার তরফে ভারতে P40+ ও A60s বাজেট ফোন লঞ্চ করেছে যার দাম যথাক্রমে ৮০৯৯ টাকা ও ৬২৯৯ টাকা। এখন অপেক্ষা itel P55 লঞ্চের।

Related Articles