বিনোদন

লাল রঙের বিকিনি পরে কাঞ্চনের চর্চিত প্রেমিকা শ্রীময়ী চট্টরাজ, ছবি দেখে বেসামাল পুরুষেরা

শ্রীময়ী চট্টরাজ (Sreemoyee Chattoraj) জি বাংলার একদা জনপ্রিয় ধারাবাহিক ‘কৃষ্ণকলি’-র মাধ্যমে টেলিভিশনের পরিচিত মুখ হয়ে উঠেছিলেন। কিন্তু মধ্যবিত্ত পরিবারের মেয়ে শ্রীময়ী বিধানসভা নির্বাচনের পর জড়িয়ে পড়েন বিতর্কে। অভিনেতা-বিধায়ক কাঞ্চন মল্লিক (Kanchan Mallick)-এর সাথে তাঁর সম্পর্ক নিয়ে তোলপাড় শুরু হয়। কাঞ্চনের স্ত্রী পিঙ্কি (Pinky) শ্রীময়ীর সাথে তাঁর স্বামীর পরকীয়ার অভিযোগ তোলেন। এমনকি ঘটনা গড়িয়েছিল থানা অবধি। ফলে শ্রীময়ীর কেরিয়ারের যথেষ্ট ক্ষতি হয়েছিল। তবে আবারও টেলিভিশনে অভিনয় শুরু করেছেন তিনি। শুটিংয়ের ফাঁকে সময় পেতেই শ্রীময়ী ঘুরতে গেলেন ফুকেত-এ।

এর আগে শ্রীময়ীকে সোশ্যাল মিডিয়ায় বোল্ড ছবি শেয়ার করতে দেখা গিয়েছিল। কিন্তু ফুকেত থেকে এবার বিকিনি পরা ছবি ইন্সটাগ্রামে শেয়ার করলেন তিনি। শ্রীময়ীর শেয়ার করা ছবিতে তাঁর পরনে রয়েছে লাল রঙের বিকিনি। তাতে রয়েছে নীল-হলুদ-সাদা সুতোর বুনোট। বিকিনিটি হল্টারনেক। হাই ওয়েস্ট বিকিনি পরার ফলে শ্রীময়ীর নাভিমূল উন্মুক্ত নয়। এমনকি ক্লিভেজও উন্মুক্ত নয়। উজ্জ্বল মেকআপ করেছেন শ্রীময়ী। লাল রঙের লিপস্টিকে রাঙিয়েছেন ঠোঁট। পায়ে রয়েছে ট্রান্সপারেন্ট বিচ স্লিপার। ফুকেত-এর পাটং বিচে ছবিগুলি তুলেছেন শ্রীময়ী। কখনও সূর্যোদয়ের সময় তাঁকে দেখা যাচ্ছে সি-বিচে ঘুরে বেড়াতে। কখনও বা সূর্যের আলো গায়ে মেখে সমুদ্রকে উপভোগ করছেন তিনি।

ছবিগুলি শেয়ার করে শ্রীময়ী লিখেছেন, সুখ কখনও গন্তব্য নয়, শুধুমাত্র একটি রাস্তা। কিন্তু শ্রীময়ী বিকিনি পরে যথেষ্ট সমালোচিত হয়েছেন। তাঁর ছবির কমেন্ট সেকশন ভরে গিয়েছে অশালীন কটাক্ষে। তাঁকে বিকিনি পরে মোটেও ভালো লাগছে না বলে মত প্রকাশ করেছেন নেটিজেনদের একাংশ। উঠে এসেছে কাঞ্চনের সাথে তাঁর সম্পর্কের প্রসঙ্গ।

তবে শ্রীময়ী কোনো সমালোচনার উত্তর দেননি। বর্তমানে তাঁকে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’-এ গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে।

Related Articles