ফের পুত্র সন্তানের জন্ম দিলেন Kareena kapoor Khan

অবশেষে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটলো। খান ও কাপুর পরিবার আলো করে জন্ম নিলো করিনা(Kareena Kapoor Khan) ও সঈফের(Saif Ali Khan) দ্বিতীয় সন্তান। আরও একবার পুত্র সন্তানের মা হলেন এই অভিনেত্রী। এই খবর প্রকাশ্যে আসতেই তাদের শুভেচ্ছা বার্তায় ভরিয়ে তুলেছেন অনুগামীরা। যদিও ডাক্তাররা ১৫ই ফেব্রুয়ারী ডেলিভারির ডেট দিয়েছিলেন, তবে তা পিছিয়ে যায়।
দ্বিতীয় সন্তানকে দেখার জন্য ইতিমধ্যেই তুমুল আগ্রহ তৈরি হয়েছে অনুগামীদের মধ্যে। উল্লেখযোগ্য, ২০১২ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন ‘সঈফিনা’ জুটি। তবে এই অভিনেত্রীর আগে আরও একবার বিবাহ করেছিলেন সঈফ। অমৃতা সিংয়ের সাথে বিয়ে হওয়ার পর জন্ম হয়েছে দুই সন্তানের। কিন্তু তার জীবনে আরও একবার প্রেম নিয়ে আসে বলিউডের ‘বেবো।’
তারপর পাঁচ বছরের প্রেম এবং আট বছরের দাম্পত্য জীবন। প্রথম সন্তান তৈমুরকে নিয়ে সুখের সংসার ছিল এই তারকা জুটির। এবার দ্বিতীয় সন্তান জন্মানোয় খুশির বন্যা দুই পরিবারে। অন্যদিকে, এই সন্তান জন্মানোর আগে বড়সড় সিদ্ধান্ত নিয়েছেন তারা। আসলে কয়েকমাস আগে বাড়ি পরিবর্তন করেছেন এই তারকা জুটি।
যার কারণ হিসেবে জানিয়েছেন, তৈমুরের বেলায় যা করতে পারেননি এবার তাই করে দেখাবেন তারা। ঠিক করেছেন দ্বিতীয় সন্তানকে লাইমলাইট থেকে দূরে রাখবেন। প্রকাশ্যে আনবেন না কোনো ছবি। শুধু তাই নয়, বাড়িতেই আসতে দেবেন না কাউকে। এই বিষয়ে ‘বিরুষ্কা’ জুটিকে অনুসরণ করেছেন তারা।