বিনোদনভাইরাল ভিডিও

ছবি তুলতে গিয়ে দুর্ঘটনার শিকার! ভয়ে চেঁচিয়ে উঠলেন কারিনা কাপুর, ভাইরাল ভিডিও

বলি পাড়ার জনপ্রিয় ও গ্ল্যামারাস অভিনেত্রী হলেন করিনা কাপুর খান (Karina Kapoor Khan)। দুই সন্তানের মা হয়েও তিনি নিজের শরীরের প্রতি যে সৌন্দর্য্য বজায় রেখেছেন তা অনেকের কাছে অনুপ্রবেশস্বরূপ। তার সৌন্দর্য্য থেকে শুটু করে অভিনয় সবেতেই ছক্কা হাঁকেন তিনি। এরই মাঝে তার কিছু ছবি ভাইরাল হয়। তখন তিনি ‘লাল সিং চাড্ডা’-এর শ্যুটিং-এ ব্যস্ত ছিলেন।

তখন তিনি দ্বিতীয় সন্তানকে ধারণ করেই চলে যেতেন শ্যুটিং ফ্লোরে। শ্যুটিং স্পট থেকেই নানান ছবি ও ভিডিও ভাইরাল হয়ে যায়। আগামী ১১ই আগস্ট মুক্তি পেতে চলেছে ‘লাল সিং চাড্ডা’। এই ছবিতে করিনা কাপুর খানের বিপরীতে অভিনয় করেছেন আমির খান। সেলিব্রিটি মানেই তাদের ঘিরে থাকবে মিডিয়া৷ তেমনি তারা কোথায় যাচ্ছেন কী করছেন সেসমস্ত জায়গায় পৌঁছে যায় পাপারাজ্জিদের দল।

সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে করিনা কাপুর খানের। তিনি মালাইকা অরোরার বাড়িতে গিয়েছিলেন৷ সেখান থেকে বেরোনোর সময় তাকে ঘিরে ধরে পাপারাজ্জিরা৷ আর তখনই একের পর এক ছবি উঠতে থাকে তার৷ তবে ওই সময় পাপারাজ্জিদের এক সদস্য টাল সামলাতে না পেরে পড়ে যান।

আর তখনই করিনা চিৎকার করে তার গাড়ির চালককে সরতে বলেন এবং ওই ব্যক্তিকে নিজের খেয়াল রাখতে বলে গাড়িতে উঠে যান। এদিন করিনার পরনের সাধারণ পোশাক তাকে বেশ স্মার্ট লাগছিলো।

Related Articles