ভাইরাল ভিডিও

Viral: ‘কমলা’ গানে অসাধারণ এক্সপ্রেশন দুর্দান্ত নাচ এক সুন্দরীর, প্রশংসায় পঞ্চমুখ নেট দুনিয়ায়

সম্প্রতি এবার ‘কমলা’ গানের সাথে নেচে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলেন এক যুবতী। বর্তমান সময়ে নিজের প্রতিভাকে সকলের সামনে তুলে ধরা কোনো কঠিন একটি বিষয় নয়। কারণ, খুব কম খরচে এবং খুব কম সময়ের মধ্যে নিজের প্রতিভাকে বিশ্ব দরবারে তুলে ধরা যায় নেট দুনিয়ার মাধ্যমে। তাইতো ইতিমধ্যেই বহু মানুষ এই প্ল্যাটফর্ম ব্যবহার করে জনপ্রিয় হয়েছেন।

তাদের মধ্যেই একজন হলেন এই যুবতী যার নাম বিশাখা। ইতিমধ্যেই তিনি বেশ পরিচিত হয়েছেন নেট দুনিয়ায়। কারণ, নিজের অসাধারণ নৃত্য দক্ষতার মাধ্যমে নিজস্ব পরিচিতি গড়ে তুলেছেন তিনি। এবার ‘কমলা’ গানের সাথে নেচে ভিডিও পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। যেখানে বিভিন্ন সাজে ধরা দিয়েছেন এই শিল্পী। কখনো খোলা আকাশের নীচে, কখনো জমির মাঝখানে আবার কখনো পোড়ো বাড়িতে নাচতে দেখা গিয়েছে তাকে।

আসলে গ্রাম্য পরিবেশের বিভিন্ন দিকে তুলে ধরেছেন সেই নাচের মাধ্যমে। পাঁচ মাস আগে নিজস্ব ইউটিউব চ্যানেলের মাধ্যমে এই নাচের ভিডিওটি পোস্ট করেছিলেন তিনি। যেখানে বর্তমানে ভিউর সংখ্যা আড়াই লাখের কাছাকাছি। তবে শুধু এই ভিডিওই নয়, তার চ্যানেল থেকে বিভিন্ন সময়ে নানান নাচের ভিডিও শেয়ার করেন তিনি।

যার দ্বারা ক্রমাগত তার জনপ্রিয়তা বেড়েই চলেছে। উল্লেখযোগ্য, বিশাখার মতোন এমন অনেক শিল্পীরাই রয়েছেন যারা সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে জনপ্রিয়তা লাভ করেছেন। আমরা সকলেই জানি যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠা সম্ভব। তাইতো ক্রমাগত এর ব্যবহার বেড়েই চলেছে।

Related Articles