বন্ধ ঘরে শার্ট প্যান্ট পড়ে এমন নাচ দেখালেন কোরিয়ান মেয়ে, (Video) দেখে হুশ উড়ছে যুবক ছেলেদের

সোশ্যাল মিডিয়া বর্তমান প্রজন্মের কাছে বিনোদনের অন্যতম গুরুত্বপূর্ণ একটি মাধ্যম হয়ে উঠেছে। ৮-৮০ প্রায় সকলেই সোশ্যাল মিডিয়াকে নিজেদের অবসরের সঙ্গী হিসেবে ধরে নিয়েছেন। আর এই অবস্থায় তারা নিজেদের বেশিরভাগ সময়টাই কাটিয়ে দেন এই সোশ্যাল মিডিয়ার পাতায়। আর সোশ্যাল মিডিয়া প্লাটফর্মগুলিও নিজেদের নেটনাগরিকদের হতাশ করে না। প্ল্যাটফর্মগুলি প্রতিদিন প্রতিমুহূর্তে একাধিক বিনোদনমূলক ঝলক নিয়ে হাজির থাকে তাদের নেটজনতার সামনে। অবশ্য সেই প্রসঙ্গে সন্দেহের কোন অবকাশই নেই।
সাম্প্রতিক ভাইরাল হওয়া ঝলকটি ‘এক্স’এর একটি অফিসিয়াল পেজ ‘রূপেশ’ থেকেই শেয়ার করে নেওয়া হয়েছিল। ঝলকে এক কোরিয়ান মেয়েকে একেবারে শাহরুখ খানের মতো করেই নেচে ভিডিও বানাতে দেখা গিয়েছে। এই মুহূর্তে সেই কোরিয়ান মেয়েটির নাচের ঝলক রীতিমতো ঝড়ের গতিতে ভাইরাল হয়ে গিয়েছে গোটা সোশ্যাল দুনিয়ায়। আর সেই ঝলকের সূত্র ধরেই আপাতত সে একাংশের মাঝে চর্চিত ও প্রশংসিত হচ্ছে।
বলিউডের কিং খান শাহরুখ খান। পর্দায় তারা এক ঝলকের আশায় অপেক্ষায় থাকেন লক্ষ লক্ষ মানুষ। গোটা পৃথিবীতে তার অনুরাগী রয়েছে ছড়িয়ে ছিটিয়ে। আর সেক্ষেত্রে ভাষা কিংবা দেশ বাধা হয়ে দাঁড়ায় না। কয়েকদিন আগেই শাহরুখ খানের দীর্ঘ প্রতীক্ষিত ছবি ‘জাওয়ান’এর ট্রেলার মুক্তি পেয়েছে। আর তারপর থেকেই উচ্ছ্বাস দ্বিগুণ হয়েছে অনুরাগীদের মাঝে। মুক্তি পেয়েছে ছবির গানও।
Korean Girl grooving on #ShahRukhKhan 's Chartbuster song #VandhaEdam @iamsrk @Atlee_dir @VijaySethuOffl
1 MONTH TO JAWAN HURRICANE pic.twitter.com/QXgf3dRE3E
— 𝙍𝙐𝙋𝙀𝙎𝙃🚬 (@SRKianRupesh05) August 6, 2023
সদ্য মুক্তি পাওয়া ‘বান্দাএদাম’ গানের তালে কিং খানের নাচ রীতিমতো মন কেড়ে নিয়েছে সকলের। আপাতত, সেই গানের তালেই সিগনেচার স্টেপ করেছেন ঐ কোরিয়ান যুবতী। আর তার সেই দক্ষ ঝলকের সূত্র ধরেই সকলের নজর কেড়েছেন তিনি। এই মুহূর্তে সেই সূত্রেই একাংশের মাঝে চর্চিত এই কোরিয়ান যুবতী।