কৌশানির কোলে পুঁচকে ছেলে, একরত্তি খুদের সঙ্গে খুনসুটিতে ব্যাস্ত জনপ্রিয় অভিনেত্রী

টলিউডের জনপ্রিয় তারকা জুটি বনি-কৌশানি। প্রথম তারা জুটি বেঁধেছিলেন ‘পারবো না আমি ছাড়তে তোকে’ সিনেমায়। তবে পর্দার পাশাপাশি বাস্তব জীবনেও একে অপরের প্রেমে পড়ে যান তারা। তাইতো সারাজীবন একসাথে থাকার সিদ্ধান্ত নিয়েছেন। পরিকল্পনা ছিল আগামী বছরেই গাঁটছড়া বাঁধার, তবে কাল হয়ে দাঁড়ালো করোনা। অগত্যা এখন অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই।
তবে জানা গিয়েছে সব ঠিকঠাক থাকলে হয়তো ২০২২ সালে এক হয়ে যেতে পারেন তারা। বিগত চার বছর ধরে চুটিয়ে প্রেম করছেন এই যুগল। অন্যদিকে করোনা আবহে দুর্গাপুজোয় বাড়িতেই কাটিয়েছেন সময়। তবে এবার ক্রিসমাসের আনন্দে মেতে উঠলেও, তাদের মাঝে এসে পড়েছেন অন্য একজন। তবে তৃতীয় কোনো ব্যক্তি নয়, সে ছোট্ট এক বাচ্চা। তার নাম বাহুবলী, উঁহু সিনেমা নয় সে হল কৌশানির বন্ধু অঙ্কিতার ছেলে।
বড়দিন উপলক্ষ্যে বাহুবলীকে নিয়ে গানের তালে তাল মিলিয়েছেন এই অভিনেত্রী। নয় মাস বয়সী বাহুবলী ওরফে লিও ইতিমধ্যেই খুব কাছের হয়ে উঠেছে কৌশানির। ইনস্টাগ্রামে ছবিও পোস্ট করেছেন তিনি। যেখানে তাকে দেখা গিয়েছে গোলাপী লেদার জ্যাকেট, টুপি ও জিন্স পরিহিত অবস্থায়। ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘আমার আনন্দের উৎস’। নিমেষের মধ্যে ভাইরাল হয়েছে সেই ছবি।
উল্লেখযোগ্য, বনি ও কৌশানি বর্তমানে নিজের কাজ নিয়ে খুবই ব্যস্ত রয়েছেন। শেষবার তাদের একসাথে দেখা গিয়েছে ‘তোমাকে চাই’, ‘জিও পাগলা’, ‘গার্লফ্রেন্ড’ এবং ‘জানবাজ’ ছবিতে। এছাড়া চলতি বছরে ‘বিয়ে ডট কম’ এবং ‘আইস্টুপিড’ ছবিতে অভিনয় করেছেন একসাথে।
‘বিয়ে ডট কম’ ছবিটি করোনা আবহের জেরে প্রেক্ষাগৃহে মুক্তি পায়নি। তবে জি বাংলার পর্দায় মুক্তি পাওয়ার পর বেশ জনপ্রিয়তা লাভ করেছে।