সুযোগ পেতেই লোকাল ট্রেনে এ কী ক্যালমা দেখালেন সুন্দরী যুবতী, ঝড়ের গতিতে ভাইরাল (ভিডিও)

আজকাল সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে চায় সকলে। কেউ ইতিবাচক কিছু করে ভাইরাল আবার কেউ নেতিবাচক কর্মকাণ্ড করে সকলের কাছে দ্রুত ভাইরাল হন। আর তাই সামাজিক মাধ্যমে ভালো এবং খারাপ দুটি দিক রয়েছে। কেউ সুন্দর নৃত্য পরিবেশন করে কিংবা নিজের প্রতিভাকে সকলের সামনে ভদ্র ও মার্জিত পরিবেশে উপস্থাপন করেন।
আবার কেউ রাস্তাঘাটে, বাজারে এমনকি ভিড় ট্রেনের মধ্যেও সবকিছুকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েই জমিয়ে নাচ করে ভাইরাল হন সোশ্যাল মিডিয়ায়। তাই সামাজিক মাধ্যমে প্রবেশ করলে এমন অনেক রুচির মানুষের দেখা মেলে। সম্প্রতি এমনই এক যুবতী সোশ্যাল মিডিয়ায় বেশ কিছুদিন ধরেই ভাইরাল হচ্ছেন।
যুবতীটিকে দেখা গিয়েছে ফাঁকা ট্রেনের কামরায় কালো রং-এর হট প্যান্ট, হালকা বেগুনি রঙের টপ ও তার উপর একটি ক্রপ জ্যাকেট গায়ে নাচ করছেন।
মেয়েটিকে এমন পোশাকে দুর্দান্ত লাগছে। সঙ্গে তার এই নাচ মন কেড়েছে নেট দুনিয়ার মানুষের। যুবতীটি ‘ইন দ্য গেত্তো’ জনপ্রিয় গানে নাচ করেছেন।